পুঁজিবাজার
আইসিএসবির উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশের (আইসিএসবি) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে আইসিএসবির সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আইসিএসবি এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে অনুষ্ঠানটি আয়োজন ও উদযাপন করেছে।
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবন সম্পর্কে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। ডিআরসির চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন ও কাউন্সিল মেম্বারসহ বিপুল সংখ্যক আইসিএসবির সদস্য ও কর্মকর্তাগনের অংশগ্রহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ও জাতির পিতার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসির সদস্য সচিব শেখ আজিজুল হক।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ জাতির পিতার নেতৃত্ব, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও স্নেহ এবং এ দেশের জন্য তাঁর আজীবন আত্মত্যাগ, এবং মুক্তিযুদ্ধের পূর্বে ও স্বাধীনতা পরবর্তী সময়ের জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেত না এবং বাংলাদেশের জন্ম না হলে আইসিএসবি গঠিত হতো না।
আইসিএসবির ট্রেজারার মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতা একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং অন্যদের স্বপ্ন দেখাতে পারতেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, এসকে সৈয়দ আমিমুল ইহসান এফসিএস, মো. সরফরাজ হোসেন এসিএস, মো. আহসান হাবিব এসিএস, কাজী মো. মিরাজ হোসেন এসিএস, মো. মাইন উদ্দিন এসিএস, মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ডিআরসি সদস্য এবং ইনস্টিটিউটের ফেলো এবং সহযোগী সদস্যবৃন্দ, আইসিএসবির শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দর পতনের শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৪.৪৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, রতনপুর স্টিলের ৪.৩১ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.২৬ শতাংশ এবং ফু-ওয়াংসিরামিকসের ৪.০০ শতাংশ দর কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আরামিট লিমিটেড, শাহজীবাজার পাওয়ার, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, সিকদার ইন্স্যুন্স এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার।
১৬ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরি এন্ড ফুড এবং অগ্নি সিস্টেমস পিএলসি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রধান সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৯১ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৭ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৬৯ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির, বিপরীতে ১৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ৮ ও ৯ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
কাফি