ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার আদানি গ্রুপ ঘুস লেনদেনে জড়িত কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, একটি বিদ্যুৎ প্রকল্পে আনুকূল্য পেতে ভারতীয় কর্মকর্তাদের আদানি ও তার কোম্পানি ঘুস দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্ত পরিচালনা করছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিস এবং ওয়াশিংটনে বিচার বিভাগের ফ্রড ইউনিট।
এ বিষয়ে রয়টার্স আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে রয়টার্স।
প্রসঙ্গত, গত বছর হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারে হেরফেরের অভিযোগ আনে। এরপর ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আদানি গ্রুপ।
অর্থসংবাদ/এমআই