কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্য আড্ডায় ‘প্রতিস্বর’

সম্প্রতি ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে ‘প্রতিস্বর’ বইটি নিয়ে একটি সাহিত্য আড্ডার আয়োজন করেছে।
ব্র্যাক ব্যাংকের সাহিত্যানুরাগী একদল ব্যাংকারদের লেখা ‘প্রতিস্বর’ বইটি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এটিই বাংলাদেশের কোনো ব্যাংকের পাঠচক্রের সদস্যদের লেখা নিয়ে প্রথম কোনো বই। এটি এমন একটি সাহিত্যসংকলন, যা মূলত ব্র্যাক ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের সুপ্ত প্রতিভাকে প্রতিফলিত করেছে। ছোটগল্প, কবিতা, ভ্রমণকাহিনি, রম্য এবং প্রবন্ধ নিয়ে প্রকাশিত এই সংকলনটি ব্যাংকের সহকর্মীদের বহুমুখী সাহিত্যিক প্রতিভা এবং দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গত ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাহিত্যসভায় রিডিং ক্যাফের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্র্যাক ব্যাংকে বিদ্যমান বইপড়া এবং সাহিত্য-সংশ্লিষ্ট সংস্কৃতিকেই তুলে ধরে। আড্ডায় অনেক সদস্য, যাদের মধ্যে রয়েছেন অনেক লেখকও- তাঁরা নিজেরাই বইয়ের কয়েকটি কবিতা আবৃত্তির পাশাপাশি অন্যান্য সাহিত্যসম্ভারগুলোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এই আয়োজনটি ছিল তাঁদের সাহিত্যিক প্রতিভা এবং প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান সৃজনশীল চেতনার প্রতিফলন।
এই আয়োজন নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকে আমরা দৃড়ভাবে বিশ্বাস করি যে, বইপড়ার মতো এত সুন্দর একটি সংস্কৃতি আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত করার পাশাপাশি সমাজে পারস্পরিক সহানুভূতি এবং ভাতৃত্ববোধ জাগিয়ে তোলে। ‘প্রতিস্বর’ শুধু একটি বই-ই নয়, এটি আমাদের সামষ্টিক বুদ্ধিবৃত্তি এবং চিন্তাভাবনারও প্রতিফলন
তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের সহকর্মীদের সাহিত্যের অমৃত স্বাদ গ্রহণ এবং নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশে উত্সাহদানের মাধ্যমে এমন একটি সুসংগঠিত ওয়ার্কফোর্স তৈরি করছি, যারা একটি সুশৃঙ্খল, চিন্তাশীল এবং সৃজনশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের প্রতিষ্ঠানে যে মূল্যবোধের কথা বলি, ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে সেসব প্রতিশ্রুত মূল্যবোধেরই একটি প্রমাণ। ব্র্যাক ব্যাংকে আমরা যে প্রাণবন্ত সাহিত্য সংস্কৃতি গড়ে তুলেছি, তা নিয়ে আমি সত্যিই অনেক গর্বিত।
এই সাহিত্য আড্ডাটি ব্র্যাক ব্যাংকের সহকর্মীদের মাঝে বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা এবং সৃজনশীল অভিব্যক্তির সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেয়। সমাজ গঠন এবং ব্যক্তিক উন্নয়নে সাহিত্য কীভাবে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে, এটি তার-ই উদাহরণ, যা ব্যাংকটির চলমান শিক্ষা এবং উন্নতির নীতির সাথেও ওতপ্রোতভাবে জড়িত।
এসএম

কর্পোরেট সংবাদ
এসবিএসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা

এসবিএসি ব্যাংক পিএলসির ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের রোর্ড রুমে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জি: মো. মোখলেসুর রহমান।
এসময়ে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, পরিচালক হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ আইয়ুব, মুশফিকুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হোসাইন, মেজর জেনারেল (অব:) শহিদুল হক পিএসসি, ইমরুল আনোয়ার ও মেজর (অব:) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসাইন ভুঁইয়া, প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার ও মো. আবু সায়েম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা ও সচেতনতা কর্মসূচি

তরুণ সমাজকে ক্ষমতায়নের লক্ষ্যে দেশের ৬৪ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্র্যাক ব্যাংক ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচিটি বাস্তবায়ন করেছে, যা দেশের তরুণ সমাজের মাঝে দায়িত্বশীল আর্থিক অভ্যাস গড়ে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
আয়োজনে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন। এগুলোর মধ্যে ছিল সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগের সুবিধা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং সামগ্রিক আর্থিক দায়িত্বশীলতা। এই প্রোগ্রামের লক্ষ্য হলো, যুবসমাজকে প্রয়োজনীয় জ্ঞানদানের মাধ্যমে তাঁদের সক্ষম করে তোলা, যাতে তাঁরা তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারার পাশাপাশি নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এতে দেশের অর্থনীতিও হবে শক্তিশালী।
এই উদ্যোগ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা বিশ্বাস করি, আর্থিক সাক্ষরতা হলো একজন তরুণের মাঝে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতার একটি। জীবনের শুরু থেকেই এই বিষয়টির সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে আর্থিকভাবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংককে, যারা এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের দিকনির্দেশনা দিয়েছে। এর ফলে শুধুমাত্র ব্যক্তিক উন্নয়নই নিশ্চিত হয়নি, বরং বাংলাদেশের আর্থিক ব্যবস্থার দীর্ঘমেয়াদি টেকসইতাও নিশ্চিত হয়েছে।”
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর ভিশনকে ধারণ করে ব্র্যাক ব্যাংক যুবসমাজকে আর্থিক ও ব্যাংকিং খাতের নানান বিষয় নিয়ে সচেতন করার মাধ্যমে তাঁদের মাঝে সঞ্চয় ও বিনিয়োগের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কাফি
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল কাইয়ুম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান যোগদান করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল পণ্যের উদ্ভাবন, প্রযুক্তিগত সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স পরিপালন মডেল তৈরি, গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি, সেবার ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সেলস ও সার্ভিস নকশা প্রণয়ন ও বাস্তবায়ন-এ নেতৃত্ব দিয়েছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি কমিউনিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার হিসেবে ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়া তিনি ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড ব্যাংকে আইটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সিম ব্যাংকেও কাজ করেন।
নটরডেমিয়ান মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)-এ বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ থেকে এমবিএ করেন।
পেশাগত জীবনে সেমিনার অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য তিনি আমেরিকা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।
কাফি
কর্পোরেট সংবাদ
জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্টে কার্যনির্বাহী পরিষদের অনাস্থা জ্ঞাপন

জেসিআই বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদের অধীনে পরিচালিত কার্যক্রমের উপর অনাস্থা প্রকাশ করেছে সংগঠনটির অধিকাংশ বোর্ড মেম্বাররা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সেনা প্রাঙ্গণ, ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত গভর্নিং বডির দ্বিতীয় সভায় অনাস্থা জ্ঞাপন করেন তারা।
এই সভায় চেয়ারপার্সনের ভূমিকায় ছিলেন জেসিআই বাংলাদেশের বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ।
সভায় জেসিআই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দীর্ঘ নয় মাস ধরে আলোচিত জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ট্রেজারি রিপোর্ট। এই রিপোর্টে জেসিআই বাংলাদেশের অনেক অনুষ্ঠানেরই সুষ্ঠু হিসাব (আর্থিক বিষয়াদি) পাওয়া যায়নি।
উপস্থিত ৪৯জন বোর্ড মেম্বারের মধ্যে ৩১জনই ন্যাশনাল প্রেসিডেন্টের প্রতি অনাস্থা প্রকাশ করে ‘নো-কনফিডেন্স’ শো করেন। তারা ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সঠিকভাবে সাংগঠনিক যাচাই-বাছাই, আর্থিক অডিট এবং জেসিআই বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয়।
একইসঙ্গে এই সভায় চলতি বছরের অবশিষ্ট সময়ে জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সকল অনুষ্ঠান, কার্যক্রম ও আর্থিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবও গৃহীত হয়েছে। পরবর্তী পরবর্তী নোটিশ পাওয়ার পূর্ব পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।
কর্পোরেট সংবাদ
নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা

সারাদেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ২৫ থেকে ২৭ আগস্ট ২০২৫ নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী চলা কর্মসূচিতে অংশ নেন ৩৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা। এই আয়োজনে নারী উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শদান ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রবেশের সুযোগ দানের পাশাপাশি দেশের অন্যান্য নারীদের ‘উদ্যোক্তা স্বপ্ন’ পূরণেও উদ্বুদ্ধ করা হয়।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের সিগনেচার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’-এর অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই সক্ষমতা উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের জন্য অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন সুবিধা সহজলভ্য করার মাধ্যমে তাঁদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি ও ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি তাঁদের দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন নিশ্চিত করা।
প্রশিক্ষণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক টিমের পরিচালনায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ই-কমার্স, এফ-কমার্স ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম-বিষয়ক প্রয়োজনীয় ডিজিটাল জ্ঞানসংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়।
এই কর্মসূচিতে অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন এবং হেড অব উইমেন অন্ট্রাপ্রেনর সেল খাদিজা মরিয়ম।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের গুরুত্বের কথা তুলে ধরে দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।
দেশের এসএমই এবং নারী উদ্যোক্তাদের পূর্ণাঙ্গ আর্থিক অংশীদার হিসেবে সহজ অর্থায়ন, সক্ষমতা উন্নয়ন এবং ডিজিটাল টুলসের মাধ্যমে সফল ব্যবসা গড়ে তোলা ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ব্যাপারে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।