সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৭১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ মার্চ ) কর্ণফুলী ইন্স্যুরেন্সের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ১৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ২২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামীক ব্যাংক, আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিকস, আরামিট লিমিটেড, জেমিনী সী ফুড, ফার্স্ট ফাইন্যান্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।