ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

পূবালী ব্যাংকের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি

ফান্ড ট্রান্সফারের জন্য ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক পিএলসি। সম্প্রতি উভয় ব্যাংকিং প্রতিষ্ঠানের এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস ‘পাই’ এবং ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘ওকে ওয়ালেট’ পরস্পর ফান্ড হস্তান্তর করতে পারবে।

চুক্তিত স্বাক্ষর অনুষ্টানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ওয়ান ব্যাংকের এফএভিপি মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন।

এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ওয়ান ব্যাংকের এসইভিপি মীর্জা আজহার আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার