ক্যাটাগরি: পুঁজিবাজার

রোজার প্রথম দিনে নিম্নমুখী শেয়ারবাজার

রোজার প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ মার্চ ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৩০৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৪ পয়েন্ট কমে ২০৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫টি কোম্পানির, বিপরীতে ৩০৮ কোম্পানির দর কমেছে। আর ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার