ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইর কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে আজ শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। এ ঘটনায় ডিএসইর প্রযুক্তিব্যবস্থার কার্যক্রম খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এবং বিএসইসির সহকারী পরিচালক মো. দস্তগীর হোসাইন।

রোববার (১০ মার্চ) বিএসইসির সহকারী পরিচালক মো. ফয়সাল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) লেনদেনের সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান দেখা গেছে। এ ঘটনায় বিনিয়োগকারীদের স্বার্থ ও পুঁজিবাজারের উন্নয়নের জন্য ডিএসইর তথ্য প্রযুক্তি (আইটি) এবং সূচক ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর একটি পরিদর্শন করা প্রয়োজন বলে মনে করে করছে কমিশন।

পরিদর্শক কর্মকর্তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিদর্শন সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার