ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলো ৩৩ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৩ শিক্ষার্থীকে ডিনস লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রথমবারের মতো আট অনুষদের ৩৩ জন কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পাওয়া প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ সময় তাদের স্মারক, সনদ ও অর্থ প্রদান করা হয়।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের তালিকা

সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের জুয়েল রানা, সুপ্রিতী দত্ত প্রমা ও শামীম হোসেন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাফিউল মুইদ। ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইমতিয়াজ আহমেদ, জান্নাতুল ফেরদৌস মিম, ইসমাইল হোসেন ও মোঃ মাহমুদুল হাসান, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তানভীর আহমেদ তন্ময় ও মুজতবা রাফিদ হাসান এবং হিসাববিজ্ঞান বিভাগের মোঃ আলাউদ্দিন। ধর্মতত্ত্ব অনুষদ থেকে আল কুরআন বিভাগের মোঃ রাকিবুল্লাহ ও জামিলুর রহমান এবং আল হাদিস বিভাগের মোঃ কামরুল হাসান ও আনিসুর রহমান। আইন অনুষদ থেকে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মোঃ জামাল উদ্দিন, শারমিন আক্তার, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ আবদুল হালিম। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ফলিত রসায়ন বিভাগের মোঃ খালিদ হোসাইন ও সঙ্গীতা রানী এবং ইইই বিভাগ থেকে সৌরভ শিকদার। জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের আফিয়া ইবনাত শিমকি ও সজনী খাতুন এবং বায়োটেকনোলজি বিভাগের আবু রেজা এবং ইবনে আসমা কেয়া। বিজ্ঞান অনুষদ থেকে গণিত বিভাগের আফিদা সুলতানা, পরিসংখ্যান বিভাগের জীবন কর্মকার এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের উম্মে হাবিবা তিথি ও মাহমুদা হোসাইন। কলা অনুষদ থেকে অ্যাওয়ার্ড পান আরবী ভাষা সাহিত্য বিভাগ থেকে মোঃ মাহমুদুল হাসান আইসাল, মোঃ আরিফুর রহমান এবং মোঃ শাহিন হাসান।

সম্মাননা প্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, ডিনস অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়েছে যা অন্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার প্রতি আরো উদ্বুদ্ধ করবে এবং ভালো ফলাফল করতে অনুপ্রেরণা যোগাবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বসন্ত। বিশ্ববিদ্যালয়ের দুটো পোগ্রামই গুরুত্বপূর্ণ। একটি কনভোকেশন প্রোগ্রাম এবং অন্যটি আজকের এই ডিনস অ্যাওয়ার্ড। আজকে প্রতিজ্ঞা করি আমরা ভালো মানুষ হবো, মার্জিত মানুষ হবো এবং এই ধরনের অন্তঃপ্রনোদনাগুলো একজন মানুষকে সুনাগরিক করে তুলে। এই সম্মাননার মধ্য দিয়ে আপনাদের মধ্যে সুন্দর দেশ গড়ার জন্য যে আত্ন-তাড়না সেটি তৈরী হলেই আজকের দিন স্বার্থক হবে। মেধার সাথে যদি সভ্যতা যোগ করতে না পারে তবে সেই পৃথিবীর সব থেকে বড় অসহায়।

তিনি আরো বলেন, আমরা শিক্ষক ও অভিভাবকবৃন্দ সব সময়ই হেরে গিয়ে আনন্দ পাই। যখন আমাদের কোনো শিক্ষার্থী আমাদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায় তখন আমরা শিক্ষকরা গর্ববোধ করি। সেই গৌরবের যেনো অধিকারী হতে পারি সেই প্রত্যাশা করি আপনাদের কাছে এবং আপনারাই দেশ বিনির্মানে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে সামনে এগিয়ে নিয়ে যাবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার