ক্যাটাগরি: স্বাস্থ্য

চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এ সম্ভাবনা ঠিকভাবে কাজে না লাগিয়ে স্বাস্থ্য খাতে দিনের পর দিন উলটো কেবল দুর্নাম হয়েছে। বাংলাদেশ পারে না এমন কোনো কাজ নেই।

বৃহস্পতিবার (৭ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর হাজার হাজার মেধাবী চিকিৎসক ছেলে-মেয়ে বের হচ্ছে। তারা বেশিরভাগই উন্নত বিশ্বের ডাক্তারদের সমান দক্ষ। ডাক্তারদের সুযোগ দিলে তারা ভালো কাজ করে দেখিয়ে দেয়, এটি আমি জানি। এজন্য যথার্থ সুযোগ দিয়ে তাদের কাছ থেকে সঠিক কাজগুলো আদায় করে নিতে হবে। প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে আমাকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন। আমি মন্ত্রী হওয়া মানে সব চিকিৎসকের জন্যই সম্মানের। সুতরাং সবার প্রতি সম্মানের এ অবস্থান ধরে রাখতে আমাদের চিকিৎসাসেবা দিয়ে দেখিয়ে দিতে হবে। মানুষকে দরদ দিয়ে সেবা করতে হবে। ভালো করে কাজ না করলে কিংবা হাসপাতালে ঠিকভাবে অফিস বা দায়িত্ব পালন না করলে আমি কারো কোনো সুপারিশ মানব না।

চিকিৎসকদের কর্মক্ষেত্রে অসুবিধা থাকলে তা ওপরের কর্মকর্তাকে জানাতে হবে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, চিকিৎসকদের কর্মক্ষেত্রে তাদের অসুবিধার কথাগুলো বলতে হবে। আমি মন্ত্রী হওয়ার আগে মন্ত্রণালয়ের পিওন থেকে ওপর পর্যন্ত সব জায়গায় ঘুরেছি। কোথাও না পেলে আমি একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যেতাম। আমার কাজের জন্য যা প্রয়োজন তা আমি চাইতাম এবং আদায় করতাম। এক দরজা থেকে অন্য দরজা ঘুরতে ঘুরতেই মাত্র পাঁচটি বার্ন বেড থেকে পাঁচশ বেডের বার্ন হাসপাতাল করেছি। আপনাদেরও নিজের কাজের জন্য এভাবে আন্তরিক হতে হবে, মনে দরদ দিয়ে রোগীর সেবা করতে হবে।

তিনি বলেন, কোয়ালিটি ডাক্তার সংখ্যায় কম বের হলেও সমস্যা নেই। আপনারা কোয়ান্টিটি দেখবেন না, দেখবেন কোয়ালিটির দিকে।

শেয়ার করুন:-
শেয়ার