পবিত্র রমজান মাসের জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও দাপ্তরিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
হাইকোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হিসেবে কোর্টের বিচারিক কার্যক্রম ও অফিস যথারীতি বন্ধ থাকবে।
এদিকে নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে হাইকোর্টের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে সকাল সোয়া ৯টায়, চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এখানেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থসংবাদ/এমআই