পুঁজিবাজার
এশিয়াটিক ল্যাবরেটরিজের লেনদেন শুরু

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে ওষুধ খাতের কোম্পানি হিসেবে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ASIATICLAB”। আর কোম্পানি কোড ১৮৪৯৮। কোম্পানিটি ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে তালিকাভুক্ত হয়েছে।
এর আগে বিএসইসির ৮৩৭তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।
তবে গত বছরের ১৫ জানুয়ারি ওষুধ খাতের কোম্পানিটির সম্পদের ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন ওঠায় সাবস্ক্রিপশন প্রক্রিয়া স্থগিত করে বিএসইসি। এরপর গত ২৮ নভেম্বর বিএসইসির ৮৮৯তম কমিশন সভায় আলোচ্য স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
এগ্রো অর্গানিকার কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেট বা এসএমই প্লাটফর্মে তালিকাভূক্ত কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসিতে সচিব নিয়োগ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শাহাদাত হোসেনকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন। বর্তমানে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, স্কয়ার ফার্মার পরিচালক মিসেস রত্না পাত্র ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই পরিচালক।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ফিনিক্স ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্স ইন্স্যুরেন্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুর রহমান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে সিইও হিসেবে নিয়োগ প্রদান করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঙ্গারবিডি। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বীচ হ্যাচারি ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৬৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৭৬ লাখ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর পতনের শীর্ষ মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংকের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ।
আর ২ টাকা ১০ পয়সা বা ৪.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিন্ডে বিডি ৪.০৬ শতাংশ, আলিফ ইন্ডাট্রিজ ৩.৮৭ শতাংশ, সমতা লেদার ৩.৮০ শতাংশ, বার্জার পেইন্ট ৩.৬৬ শতাংশ, এপেক্স টেনারি ৩.৪৫ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স ৩.৩৮ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩.৩৭ শতাংশকমেছে।