রাজধানী
ঢাকাস্থ দশমিনা উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকাস্থ দশমিনা উপজেলা কল্যাণ সমিতি, যুব ফাউন্ডেশন, ছাত্র কল্যাণ সমিতি ও শ্রমিক ফাউন্ডেশনের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মার্চ) ঢাকার পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৪ এর ৫৯নং ব্রীজ সংলগ্ন ওয়েস্টার্ন চত্ত্বরের পূর্ব পাশে শালবন রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। বনভোজনে আসা পরিবারগুলো ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। প্রায় দেড় হাজার মানুষদের নিয়ে দিনব্যাপী এ আয়োজনে সমিতির সদস্যদের অংশগ্রহণে রাফেল ড্র, খেলাধুলা, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে।
অনুষ্ঠানে দশমিনা উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ও বনভোজন উদযাপন কমিটির সভাপতি শাহ আলম শানুর সভাপতিত্বে উপজেলা কল্যাণ সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, উপজেলা যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ এবং যুব ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট মো. শাহীন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (গ্রেড-১ সচিব মর্যাদার) ও আয়োজক সংগঠনগুলোর প্রধান উপদেষ্টা আলাউদ্দিন মিয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রইস সরোয়ার মন্জু, দুর্নিতী দমন কমিশনের পরিচালক ইব্রাহিম কাওসার, দশমিনা উপজেলা কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর আলম, ডিজিএফ আইয়ের উপ-পরিচাকল নুরুল হক, রাজউক কর্মকর্তা জাকির হোসেন, কল্যাণ সমিতির সহ-সভাপতি ট্রাফিক ইনচার্জ সাখাওয়াত হোসেন সিফাত, ইবনেসিনা মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মারুফ, দশমিনা উপজেলার সাবেক উপজেলা চেয়রাম্যান সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল মহল্লদার, উপজেলা কল্যান সমিতির সহ-সভাপতি আবুল খায়ের, উপজেলা কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশমিনা উপজেলা কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাহমুদ, উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি মহিবুল্লাহ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা কল্যান সমিতির সাংগাঠনিক সম্পাদক ও বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব আ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী শুভ, উপজেলা শ্রমিক ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমানসহ ঢাকায় বসবাসরত দশমিনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
জুরাইনে ব্যাটারি রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ঢাকার জুরাইনে রেললাইন অবরোধ করে আজ বুধবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন চালকেরা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ব্যাটারি রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে তাঁরা এই অবরোধ করেন।
রেললাইন অবরোধের কারণে বেলা ১১টা থেকে থেকে সাড়ে তিন ঘণ্টা ধরে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, বেলা পৌনে একটার দিকে দুই শতাধিক ব্যাটারি রিকশাচালক জুরাইন রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তাঁরা রেললাইনের প্রতিবন্ধক নামিয়ে দেয়। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করে। তবে রিকশাচালকেরা রেললাইনে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় রিকশাচালক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে এবং লাঠিপেটা করতে বাধ্য হয়েছে। বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বেলা ১১ টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মাসেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন নারায়ণগঞ্জ, রাজশাহী ও খুলনা থেকে ঢাকায় আসার পথে আটকে আছে। পুলিশের পরামর্শ পাওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
রাজধানীর যেসব মার্কেট বন্ধ শুক্রবার
সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন। কিন্তু গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।
বন্ধ থাকবে যেসব মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘এতোগুলো পরিবার কী করে খাবে, কী করে চলবে?’
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন।
এসময় আন্দোলনরত অটোরিকশা চালকরা বলেন, এতোগুলো পরিবার কী করে খাবে, কী করে চলবে? অটোরিকশা বন্ধ করে এতগুলো পরিবার কি সরকার চালাবে?।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
ঢাকার সড়কে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ যান চলাচল
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন।
গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রিকশাচালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। তাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
নিয়মিত গ্যাস পাইপলাইন সংস্কারের কাজ করছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার পুরান ঢাকার কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস পাবেন না ওই সব এলাকার গ্রাহকেরা।
আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস গ্যাস।
এতে বলা হয়, ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি উপকেন্দ্র–সংলগ্ন এলাকায়, লাকসাম বাজার, চান্দিরহাট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
এমআই