কর্পোরেট সংবাদ
রমজান উপলক্ষে স্বপ্ন’র বিশেষ ছাড়

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে ছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন’র আউটলেট থেকে কেনা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানিয়েছে, ছোলা (প্রতি কেজি) ৯৯ টাকা; নতুন আলু (প্রতি কেজি) ২৬ টাকা; গরুর মাংস (প্রতি কেজি) ৭৪০ টাকা; ফার্ম এর ডিম (প্রতি পিস) ১০.৯৫ টাকা; ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম) প্রতি পিস ৩৭৫ টাকা; রুই মাছ (১ -১.৪৯৯ কেজি সাইজ) ২৯৫ টাকা; পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৫ টাকা; মিনিকেট প্রিমিয়াম চাল ৬৮ টাকা; নাজিরশাল প্রিমিয়াম চাল ৭৩ টাকা; এসিআই অ্যারোমা/পুষ্টি চিনিগুড়া চাল (প্রতি কেজি) ১৫০ টাকা; ফ্রেশ লবন (প্রতি কেজি) ৩৫.৭০ টাকা; ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ৭৪০.২৫ টাকা; এসিআই পিউর চিক বেসন (৫০০ গ্রাম) ১০৫ টাকা; ট্যাং পাউডার ড্রিংক ওরেঞ্জ / ম্যাংগো (জার) ৭১৯.৫০ টাকা; ট্যাং পাউডার ড্রিংক ওরেন্জ/ম্যাংগো (জার-২ কেজি) ১৭৮৫ টাকা; রুহ আফজা (৭৫০ মিলি) ৫৪০.৭৫ টাকা; নিউট্রোলাইফ জুস (১ লিটার) ২৪৬.৭৫ টাকা; ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা (৪০০ গ্রাম) ২৪০ টাকা; মসুর ডাল (ছোট দানা-১ কেজি) ১২৩ টাকা; এসিআই পিউর হলুদ/মরিচ পাউডার (২০০ গ্রাম) ৮৪ টাকা; তীর হালিম মিক্সড (২০০ গ্রাম) ৪৯.৯৮ টাকা; কোকাকোলা/স্প্রাইট (২.২৫ লিটার) ১৪১.৭৫ টাকা; সানসিল্ক শ্যাম্পু (৩৪০+-১০ মিলি) ৩৩৬ টাকায় পাওয়া যাবে।

স্বপ্ন’র বিশেষ ছাড়ের তালিকা
এছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবি ডায়পারসহ নানা পণ্যে ছাড় থাকবে। এসিআই/পুষ্টি-এর আটা ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়। এর বাইরেও খোলা চাল, ডাল, চিনি, আলু, পেয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট থাকছে না বলে জানিয়েছে স্বপ্ন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্বদানকারী ইওহান বুসে।
সোমবার এই নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলালিংকের মূল কোম্পানি ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে ইওহানের। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, গত ৯ বছর ধরে বাংলালিংকের অনবদ্য এই টিমকে নেতৃত্ব দেওয়া এবং একইসঙ্গে ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’ এর প্রতি গুরুত্বারোপ করে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
এছাড়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া সভায় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখায় ৫১ লাখ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির মোহাম্মদপুর শাখায় ৫১ লক্ষ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব খুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. এস এম শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শাকিলা শওকত জাহান।
রোববার (১৬ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত ড. এস এম শফিকুল ইসলাম এর হাতে ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট তুলে দেন।
এ সময় ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক মিসেস জাফরিন খন্দকার এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সেরা ১৮ সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের অসামান্য অবদান উদযাপনে সম্প্রতি আয়োজন করেছে ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। অ্যাওয়ার্ডটির ৫ম সংস্করণে আটটি বিভাগে বিকাশ তার ১৮ সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দিয়েছে, যারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশব্যাপী বিকাশের কার্যক্রম পরিচালনায় অসাধারণ সমর্থন যুগিয়েছে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশজুড়ে কোটি গ্রাহকের কাছে বিকাশ-এর সেবাগুলো নির্বিঘ্নে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন, এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিকাশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, বিকাশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো ব্যবসায় অংশীদাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা দুপক্ষই লাভবান হয় এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিতে প্রয়োজন হয় প্রচুর উদ্যম ও চেষ্টার। সেই বিশ্বাসেরই স্বীকৃতি এই অনুষ্ঠান।
একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের সাথে দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি বিভাগের বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আইবিসিএফ টাস্ক কমিটির ৪২তম সভা

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১০ মার্চ) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ’র টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
সভায় বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মু.ফরিদ উদ্দিন আহমদ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাস্ক কমিটির সদস্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. নাজমুস সাদাত, ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফ’র সহকারি সচিব জাহাঙ্গীর আলম।