পুঁজিবাজার
দুই কোম্পানি কিনবে আলিফ ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে অ-তালিকাভুক্ত বস্ত্র খাতের শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি ‘রয়্যাল ডেনিম’ এবং ড্রেজিং প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ড্রেজিং’ নামের দুটি কোম্পানি কিনতে যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জানা যায়, কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।
এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো. আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে।
তবে কোম্পানি দুটি কত টাকায় বা কী চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে, তা উল্লেখ করা হয়নি।
একচেঞ্জকে আলিফ ইন্ডাস্ট্রিজ আরো জানায়, রয়্যাল ডেনিম লিমিটেডের প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।
অর্থসংবাদ/এমআই

পুঁজিবাজার
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূতে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৮.৮৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৮২ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ৬.৮২ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৬.২৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৫.৮৮ শতাংশ এবং জিবিবি পাওয়ার লিমিটেডের ৫.৪৮ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইউসিবি

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৫.৭১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৫.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৪.৬৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৩.৭০ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৩.৬৯ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের ৩.৩৩ শতাংশ, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের ২.৯৪ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ২.৫৬ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসির ২.৪৬ শতাংশ এবং ইনটেক লিমিটেডের ২.৩১ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোম্পানিটির ৩০ কোটি ২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকার। আর ১৯ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফরমে শন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইলস, রবি আজিয়াটা, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
কাফি
পুঁজিবাজার
সূচকের পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২১০৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, বিপরীতে ৩০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
ফেডারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি