ক্যাটাগরি: খেলাধুলা

বিপিএলকে ‘সার্কাস’ বলা হাথুরুকে নিয়ে যা বললেন পাপন

বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সেই তর্কে যোগ দিয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রকাশ্যে জানিয়ে দেন, বিপিএল তার কাছে সার্কাসের মতো লাগে। এমনকি খেলা দেখার সময়ে বিরক্ত হয়ে টিভিও বন্ধ করে দিয়েছেন তিনি।

হাথুরুর এমন মন্তব্য অবশ্য চোখে পড়েনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তাই না জেনে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। তবে হাথুরু কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে তাকে জবাবদিহির আওতায় আনতে চায় বিসিবি।

আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনি বলেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব। ’

‘অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ দিচ্ছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন। ’

হাথুরু যদি বিসিবির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেন তাহলে অবশ্যই তাকে শোকজ করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই-ই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে। ’

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার