কর্পোরেট সংবাদ
বীমা সহজলভ্য করতে নগদের সঙ্গে গ্রীন ডেল্টার চুক্তি স্বাক্ষর

বীমা পরিষেবাগুলো সহজলভ্য এবং সাশ্রয়ী করতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও নগদ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি হওয়া এ চুক্তিকে বাংলাদেশের সাধারণ বীমা শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ বলা হচ্ছে। একটি মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এবং একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এই ধরণের অংশীদারত্ব বাংলাদেশে প্রথম বলেও দাবি করা হচ্ছে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, নগদের সঙ্গে এই অংশীদারত্বে আমরা রোমাঞ্চিত। কারণ, সাধারণ বীমা শিল্পে এমন অংশীদারত্বের নজির এটিই প্রথম। এই অংশীদারত্বের ফলশ্রুতিতে গ্রাহকরা এখন থেকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের যেকোনো শাখায় নগদের মাধ্যমে তাদের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অদূর ভবিষ্যতে, গ্রাহকরা ও জনসাধারণ খুব সহজেই নগদ অ্যাপ থেকে সরাসরি আমাদের বীমা পলিসি কিনতে সক্ষম হবে। আমরা আশা করি, এই অংশীদারত্ব ইন্স্যুরেন্স সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করে বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে।
নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, শুরু থেকেই নগদ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্থ করতে চাই। তারই অংশ হিসেবে গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের সঙ্গে অংশীদারত্বের চুক্তি করেছি আমরা। এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও নগদ থেকে সহজেই ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদান করতে পারবেন এবং স্মার্টাইজেশনের দিকে দেশ আরেকটু এগিয়ে যাবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ এবং নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ ছাড়া গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ডিজিটাল বিজনেস মনিরুজ্জামান খান, ফিনান্স কন্ট্রোলার সৈয়দ আলিউল আহবাব, নগদ লিমিটেডের হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মোহাম্মদ বায়েজিদ সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাফি

কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকে কর্মীদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ক্যাম্পেইন ও সচেতনতা সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় ফ্যাটি লিভার প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে দিনব্যাপী এই সেশনের আয়োজন করা হয়।
গত ২১ মে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ছিল, প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের আওতায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
দিনব্যাপী এই আয়োজন দুটি গুরুত্বপূর্ণ সেশনে বিভক্ত ছিল। চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন লিভারের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘ডায়েট টু প্রিভেন্ট ফ্যাটি লিভার’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
অন্যদিকে, গ্যাস্ট্রোএন্টারোলজির জুনিয়র কনসালটেন্ট ড. ইফতিখার ইমাম ‘ফ্যাটি লিভার– লক্ষণ, জটিলতা এবং চিকিৎসা’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। দেহের সামগ্রিক স্বাস্থ্যের ওপর ফ্যাটি লিভারের প্রভাব এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে তিনি কথা বলেন।
শিক্ষামূলক সেশনের পাশাপাশি হেলথ ক্যাম্পে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও মেডিকেল টেস্টের ব্যবস্থা। এগুলোর মধ্যে ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী নারী এবং নতুন মায়েদের জন্য বিশেষায়িত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং পারসোনালাইজড পুষ্টি পরিকল্পনা ব্যবস্থা। এছাড়াও কর্মীরা রক্তে শর্করা, রক্তচাপ, উচ্চতা ও ওজন পরিমাপসহ বিএমআই মূল্যায়নের মতো প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষারও সুযোগ পেয়েছিলেন।
এই উদ্যোগটি ব্যাংকটির সহকর্মীদের মাঝে লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েও সহায়তা করেছে। এই আয়োজন নিয়ে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ ভবিষ্যতেও এমন আয়োজনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে ব্যাংকটিকে।
এমন কর্মীবান্ধব উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ বলেন, আমরা আমাদের সহকর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই হেলথ ক্যাম্পের আয়োজন তার-ই প্রতিফলন। আমাদের এই উদ্যোগে সহায়তার জন্য ইউনাইটেড হাসপাতালকে জানাই আন্তরিক ধন্যবাদ।
ব্র্যাক ব্যাংক সহকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণবন্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও সূর্যমুখী লিমিটেডের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও সূর্যমুখী লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ই-কমার্স শপিং ০ শতাংশ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সূর্যমুখী লিমিটেড-এর ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সূর্যপে’তে (ShurjoPay) যুক্ত প্রায় ১৪০০ ই-কমার্স মার্চেন্টের কাছ থেকে পণ্য ক্রয়ে ০ শতাংশ হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের ডিজিটাল কেনাকাটার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সূর্যমুখী লিমিটেডের এমডি ও সিইও ফিদা হক।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; সূর্যমুখী লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্টাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন ও আই পে সেফ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সকল ধরনের পেমেন্ট প্রদান করা যাবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩০৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া ও কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির ৬২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ।
সভায় স্বতন্ত্র পরিচালক মো. আনোয়ার হোসেন ও মো. নুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের (আইসিসিডি) প্রধান মুহম্মদ হাজ্জাজ-বিন-মাহফুজ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।