কর্পোরেট সংবাদ
বইপ্রেমীদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

অমর একুশে বইমেলার আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা।
নির্ধারিত স্টল থেকে বই কেনাকাটায় ডেবিট কার্ডহোল্ডাররা ৩৫ শতাংশ এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা এই ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ (২০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে।
নির্বাচিত স্টলগুলোর মধ্যে রয়েছে অন্বেষা, প্রথমা, বাবুই, কাকলী, বাতিঘর, অন্যপ্রকাশ, পাঠক সমাবেশ, জ্ঞানকোষ, শাপলা, অনন্যা, রকমারি, ঐতিহ্য, কবি প্রকাশনী, নালন্দা, কথাপ্রকাশ ইত্যাদি প্রকাশনী।
ক্যাশব্যাক অফারটি পেতে হলে গ্রাহকদের অবশ্যই একক ট্রানজ্যাকশনে কমপক্ষে ৫০০ টাকা খরচ করতে হবে। ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারটি পিওএস, ই-কমার্স এবং কিউআর (বিকাশ এবং বাংলা কিউআরসহ) পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলায় স্বনামধন্য প্রকাশকদের কাছ থেকে নিজেদের পছন্দের বইগুলো কিনতে এই অফারটি বইপ্রেমীদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে।
অফারটি সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, বিশেষ বিশেষ উপলক্ষে ব্র্যাক ব্যাংক সবসময় আকর্ষণীয় অফার নিয়ে আসে। অমর একুশে বইমেলা বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ, যার জন্য পুরো জাতি অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকে। যেসব বইপ্রেমীরা প্রিয় বইগুলো কিনতে বইমেলায় যান, আমরা তাঁদের জন্য আকর্ষণীয় অফার দিতে পেরে আনন্দিত। আমরা আশা করি, এই ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারটি আগ্রহী পাঠকদের আরও বেশি বই কিনতে উত্সাহিত করবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের ১২ জোন ও ৮ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১২টি জোন ও ৮টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মুহাম্মদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১২টি জোনের জোনপ্রধান, ৮টি কর্পোরেট শাখার প্রধান, ২৯৮টি শাখার প্রধান ও ২০৮টি উপশাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী সভায় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এসআইবিএল’র শরী’আহ সুপারভাইজরী কমিটির নির্বাহী কমিটির সভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যাান (ভারপ্রাপ্ত) মুফতি
আবদুল্লাহ মাসুম।
শরী’আহ সুপারভাইজরী নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল সভায় উপস্থিত ছিলেন।সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান।
সভার কাজে সহযোগিতা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শরী’আহ সেক্রেটারিয়েট এর প্রধান সৈয়দ জয়নুল আবেদীন এবং এসএভিপি মো. নিছার উদ্দীন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে ইসলামী শরী’আহ পরিপালনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আ. মান্নান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এই সিদ্ধান্ত হয়।
মোহাম্মদ আবদুল মান্নান বর্তমানে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য তিনি ‘সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’, ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’, ‘সরদার প্যাটেল অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দ্য প্রিমিয়ার ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতী মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাবীসহ আরও অনেকে।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্টসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাজশাহী জোনাল অফিস কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জোনপ্রধান মোহাম্মদ নুরুল করিম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে জোনের শাখা ও উপশাখাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসএম