ক্যাটাগরি: আন্তর্জাতিক

ইমরানের দলকে বাদ দিয়ে পাকিস্তানে জোট সরকার গঠন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারছে না। ফলে ইমরান খানের দলকে বাদ দিয়েই জোট গঠনের ঘোষণা দিয়েছে দেশটির দুই শীর্ষ রাজনৈতিক দল।

ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী এবং আসিফ আলী জারদারকে প্রেসিডেন্ট হিসাবে মনোনিত করে এ জোট গঠনের ঘোষণা দেন তারা। খবর সিএনএন।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতার বাইরে রাখতে তোড়জোড় করে কোয়ালিশন সরকার গঠনের পথে এগিয়েছে ওই দুই দল। নির্বাচনে ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারছে না দলটি।

এক সংবাদ সম্মেলনে নওয়াজ শরীফ বলেছেন, আমরা প্রথমে স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনে আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে আহ্বান জানাই তবে তাদের স্পষ্ট কোনো ম্যান্ডেট না থাকায় তাদের সঙ্গে জোট সরকার গঠন সম্ভব হয়নি। এই জোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নবগঠিত এই জোট। দেশ পরিচালনা সহজ হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের নওয়াজ বলেন, এটি আমাদের জন্য সহজ যাত্রা হবেনা কিন্তু আমরা দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার