আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের জন্য পৃথক দুটি সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে। পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে।
কাফি