কর্পোরেট সংবাদ
ডিজিটাল ‘ফর্ম সি’ও ইলেকট্রনিক ডকুমেন্ট জমার প্ল্যাটফর্ম চালু করলো ব্র্যাক ব্যাংক

ডিজিটাল ট্রান্সফরমেশনের অংশ হিসেবে কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স গ্রাহকদের জন্য ডিজিটাল ‘ফর্ম সি’ এবং ই-ডকুমেন্টস প্ল্যাটফর্ম চালু করেছে ব্র্যাক ব্যাংক।
এখন থেকে ২০,০০০ মার্কিন ডলারের বেশি রেমিটেন্স প্রেরণকারী গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসহ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ফর্ম সি ঘোষণাপত্র স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে এবং জমা দিতে পারবেন।
এই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে রেমিটেন্স ডিজবার্সমেন্ট এখন আরও দ্রুত এবং সহজতর হবে।
ফ্রিল্যান্সার, মেরিনার এবং নন-ওয়েজ-রেমিটেন্স উপার্জনকারী পেশাদার, যারা সাধারণত বেশি পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন, এই ডিজিটালাইজেশনের কল্যাণে তারা ব্যাপকভাবে উপকৃত হবেন।
গতবছর ব্র্যাক ব্যাংক এফএক্সপে (FXPAY) চালু করে। এটি একটি এন্ড-টু-এন্ড কমার্শিয়াল রেমিটেন্স অ্যাপ্লিকেশন, যা গ্রাহকদের সহজে ব্যবহারযোগ্য, দ্রুত এবং নিরাপদ রেমিটেন্স সেবা দেওয়ার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এফএক্সপে হচ্ছে ব্যাংকের কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স প্ল্যাটফর্মের ডিজিটাল ট্রন্সফরমেশনের একটি অংশ, যা সেবা নিয়ে এখন গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে গেছে।
পূর্বে বাংলাদেশ ব্যাংকের কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকদের কিছু রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হতো।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে ‘ফরম সি’-এর ডিজিটাল ট্রান্সফরমেশনের নির্দেশনা দিয়েছে। এর ফলশ্রুতিতে ব্রাঞ্চে যাওয়া ছাড়াই ই-ডকুমেন্ট জমা দেওয়ার সুযোগসহ ব্র্যাক ব্যাংক এখন এই সেবাটি চালু করেছে। দূরদূরান্তে বসবাসকারী যেসব গ্রাহকরা ব্যাংকের এই সেবাটি নিচ্ছেন, তারা এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স টিমের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই উভয় প্রকার সুবিধাই উন্নত গ্রাহক সেবা প্রদান এবং দেশে রেমিটেন্স প্রবাহ প্রক্রিয়া আরও গতিশীল করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।
এই ডিজিটাল রেমিট্যান্স সেবা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, গ্রাহকদের সুবিধার জন্য ব্র্যাক ব্যাংক সবসময় ব্যাংকিং খাতে প্রযুক্তিগত উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে রয়েছে। এই ডিজিটাল সেবাটি আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রার একটি অংশ, যা গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ সহজতর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখবে
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
বাংলাদেশে সামাজিক উন্নয়নে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইতিবাচক প্রভাব

টেকসই উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। তাদের কার্যক্রমের লক্ষ্য মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, কৃষি খাতকে শক্তিশালী করা, শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, তরুণ উদ্যোক্তা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
দুই দশকের বেশি সময় ধরে ব্যাংকটি দীর্ঘমেয়াদী কমিউনিটি উন্নয়ন কার্যক্রমে অব্যাহত রয়েছে। গত পাঁচ বছরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব উদ্যোগের মাধ্যমে ১ কোটি ৮০ লক্ষাধিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যাংকিংয়ে সীমাবদ্ধ নয়। ২০২৪ সালে আমাদের সমাজসেবা কার্যক্রমগুলো দেশের নানা অঞ্চলে প্রায় এক মিলিয়ন মানুষের জীবন স্পর্শ করেছে- কৃষক, যুবক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সমাজের দুর্বল শ্রেণির মানুষের সহায়তায় কাজ করেছে। ম্যানগ্রোভ রোপণ থেকে শুরু করে কৃষি উদ্ভাবনে অর্থায়ন, প্রত্যন্ত অঞ্চলে চোখের যত্ন নিশ্চিতকরণ, এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রতিটি ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড, কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড ও মার্কেটিং, বিটপি দাস চৌধুরী বলেন, “আমাদের অংশীদার ও কমিউনিটিগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের চালক। এই যাত্রায় তাদের পাশে থেকে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ বছরের প্রতিটি সাফল্য কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়- প্রতিটি মাঠ, ঘর, পলিহাউস আর মৌচাকে গড়ে উঠেছে আশার গল্প, আত্মমর্যাদা আর টিকে থাকার অনুপ্রেরণা।“
বাংলাদেশের টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই কার্যক্রমগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বিস্তৃত কৌশলের অংশ। ‘হেয়ার ফর গুড’ প্রতিশ্রুতির মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে, ১২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত আছে। এই দীর্ঘমেয়াদী অঙ্গীকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় অবিচল প্রতিশ্রুতি প্রকাশ করে, যা বাংলাদেশের স্থায়ী উন্নয়নের জন্য মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
গ্রাহকদের বিমা সুবিধা দিতে গার্ডিয়ানের সাথে এগ্রিগেট নেটওয়ার্কের চুক্তি

এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। সাম্প্রতিক এ চুক্তির অধীনে এগ্রিগেট নেটওয়ার্কের গ্রাহকরা গার্ডিয়ানের বিমা সুবিধা উপভোগ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, ও এগ্রিগেট নেটওয়ার্কের ডিরেক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চিফ অপারেটিং অফিসার মো. সাউদ ইমরান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সজিব হোসেন এবং প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মাইক্রোইনস্যুরেন্স ডিপার্টমেন্ট আব্দুল হালিম এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ড. হাফিজুর রহমান, সিনিয়র ম্যানেজার শেফাত-উল-ইসলাম ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের চুক্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথরিটির (এনপিএ) মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় মাসিক চাঁদা সংগ্রহের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও শাখা নেটওয়ার্ক ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবে এবং নিরাপদ ও কার্যকরভাবে চাঁদা প্রদান করতে পারবে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ সরকারের একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং টেকসই পেনশন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সহায়ক হবে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।
প্রধান অতিথি হিসেবে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আর্থিক সেবার গুরুত্বের কথা উল্লেখ করেন যা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করবে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় গত ক’মাসে সাড়ে আট লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে তিন হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং আড়াই হাজার কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়ের সাফল্যের জন্য ব্যাংকের জনশক্তিকে ধন্যবাদ এবং গ্রাহক ও সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহীত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। শনিবার (১৭ মে) রাজশাহীর জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং লিড ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনসফারেন্সে দেশের সকল তফসিলি ব্যাংকের রাজশাহী শাখার প্রতিনিধি অংশ নেন।
জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪০০-র বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগামী প্রজন্মকে শৈশব থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার অনুপ্রেরণা জোগাতে এই কনফারেন্স একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক ধারণা প্রদান, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে দিকনির্দেশনা প্রদান করা।
কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। তিনি তরুণদের মাঝে সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রতি গুরুত্বরোপ করে বলেন, শিক্ষার্থীদের জন্য আর্থিক শিক্ষা শুধু একটি দক্ষতা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিও। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এই কনফারেন্স শিক্ষার্থীদের ব্যাংকিং ও সঞ্চয় বিষয়ে ধারণা প্রদান করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক ও অফিস প্রধান হুসনে আরা শিখা। এ সময় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ গঠন এবং তরুণদের ক্ষমতায়নে স্কুল ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা শিক্ষার্থীদের চমৎকার ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা যেকোন ব্যাংকে গিয়ে ব্যাংকিং করতে উৎসাহ বোধ করেন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওহাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বক্তারা স্কুল ব্যাংকিংয়ের উপকারিতার বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় স্মার্ট আর্থিক অভ্যাস গড়তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শিক্ষার্থীদের জন্য কুইজ পর্ব পরিচালনা করেন এবং পরে বিজয়ীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির কাছ থেকে প্রাইম ব্যাংকের পক্ষে লিড ব্যাংক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হালিম এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে কনফারেন্সে অংশগ্রহণকারী দর্শকদের জন্য প্রাইম ব্যাংক নিবেদিত ‘প্রাইম ফার্স্ট পাপেট শো’ পরিচালনা করা হয়।
সবশেষে প্রাইম ব্যাংক পিএলসির ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৪৫টি তফসিলিভুক্ত ব্যাংকের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্বয়তার সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন।
আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে স্কুল ব্যাংকিং সম্মেলন-২০২৫ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এসএম