পুঁজিবাজার
পাঁচ টাকা সম্পদ মূল্যের লোকসানি সেন্ট্রাল ফার্মার শেয়ারদর ৬ গুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড কয়েক বছর ধরেই লোকসানে রয়েছে। গত চার বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি। তবে সম্পদ মূল্যের তুলনায় ৬ গুণের বেশি দরে শেয়ার লেনদেন হচ্ছে লোকসানি এ কোম্পানিটির। গত বছরের ২৫ এপ্রিল শেয়ারটির দর ছিলো ১০ টাকা ৬০ পয়সা। আর আজ বুধবার কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। অর্থাৎ ১৯৫ কার্যদিবসে শেয়ারটির দর ২২ টাকা ১০ পয়সা বেড়েছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) সেন্ট্রাল ফার্মাসিউটিক্যলস শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসানে রয়েছে। যা গত বছরের তুলনায় ৩ পয়সা বেশি। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬ পয়সা লোকসান হয়েছিলো। গত কয়েক বছর ধরেই কোম্পানিটির এ লোকসানের ধারা অব্যাহত রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ৫ টাকা ৪৪ পয়সা। তবে ডিএসইতে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। অর্থাৎ সম্পদ মূল্যের ২৭ টাকা ২৬ পয়সা বা ৬ গুণের বেশি দরে শেয়ার লেনদেন হচ্ছে।
ডিএসই সূত্র মতে, লোকসানে থাকায় গত চার বছরে কোনো লভ্যাংশ দিতে পারেনি ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। সর্বশেষ গত ২০১৯ সালের ৩০ জুন হিসাববছরে নামমাত্র নগদ ১ শতাংশ লভ্যাংশ দেয়। যা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সেবারই প্রথম নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ২৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ১৮ দশমিক ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৫ দশমিক ৬০ শতাংশ শেয়ার ধারণ করেছে।
এসএম

পুঁজিবাজার
ডিএসইর সিটিও আসিফুর রহমানের যোগদান

ঢাকা স্টক এক্সচেজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগদান করেছেন দেশী বিদেশী বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ড. মো. আসিফুর রহমান।
বুধবার (২ জুলাই) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. আসিফুর রহমান বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসি.-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লি. (ফুকুওকা, জাপান)-এর ওভারসিজ অপারেশন্সের হেড হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব তৈরি করেন। তিনি ২০০১৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কিউন্যু বিশ্ববিদ্যালয় (কিউশু ইউনিভার্সিটি), জাপানের সিস্টেম এলএসআই রিসার্স সেন্টারের রিসার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক- এ সহযোগী অধ্যাপক, অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসির (ইউএসএ) ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংকের এটাকে ডাটা কম্পিউটেরিজাশন প্রজেক্টের এসিস্টেন্ট প্রোগ্রামার ও ফাও আন্দ্রে মায়ের ফেলোশিপ প্রজেক্টের কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৯৪ সালে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি আপানে কিউন্যু বিশ্ববিদ্যালয় (কিউশু ইউনিভার্সিটি) জাপান থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তার ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্লক চেইন, এআই ও মেশিন লার্নিং এপ্লিকেশন্স এবং ফাইন্যান্সিং মডেলিংয়ের জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং আর্কিটেকচার ও স্কেলেবল সিস্টেম দক্ষতা রয়েছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০২ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১০ শতাংশ।
আর ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্যালভো কেমিক্যাল, প্রাইম ইসলামী লাইফ, রূপালী ব্যাংক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০২ জুলাই) কোম্পানিটির ২০ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ০৩ লাখ ২০ হাজার টাকার। আর ১৫ কোটি ১৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
এসএম
পুঁজিবাজার
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৭ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টাকা অংকে লেনদেনের বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০২ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১০৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৮১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৯ কোটি ৫২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৭টি কোম্পানির, বিপরীতে ৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
রেকিট বেনকিজারের নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩ হাজার ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫০ টাকা ৬৪ পয়সা।
কাফি