কর্পোরেট সংবাদ
ইবিতে ১২ দফা দাবিতে কর্মকর্তা সমিতির কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতি ১২ দফা দাবি উত্থাপন এবং বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছে। ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে ইঙ্গিত করে এ দাবি জানানো হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ইবি কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে চাকরির বয়স সীমা বাড়ানো, পোষ্যকৌটা চালু করা, কর্মকর্তাদের পদোন্নতি, বেতন স্কেল বাড়ানো সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। এছাড়াও, কর্মকর্তা সমিতি কর্তৃক উপাচার্যের নিকট লিখিত চিঠি পাঠানো হয়েছে।
ইবি কর্মকর্তা সমিতির সদস্যরা বলেন, ন্যায্য দাবীসমূহ বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আপনাকে বারংবার মৌখিক এবং স্মারকলিপির মাধ্যমে অনুরোধ করে আসছি। ন্যায্যতা স্বীকার করা সত্ত্বেও আপনি সে দাবীসমূহ বাস্তবায়ন করেননি। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছিল। আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলরের সম্মুখে আপনার নিকট উপস্থাপিত দাবীসমূহ খুবই দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন। আপনাদের এই প্রতিশ্রুতির প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এবং জাতীয় নির্বাচনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখি।
এছাড়াও তারা আরও বলেন, ইতিপূর্বে আপনিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যক্তির দূর্নীতি সংক্রান্ত কথোপোকথনের বেশ কয়েকটি অডিওক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যা এখনও চলমান। বিষয়টি ভাইস- চ্যান্সেলরের পদে কালিমার স্পর্শ করেছে এবং দেশে-বিদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদারও যারপরনাই হানি হয়েছে বলে কর্মকর্তা সমিতি মনে করে। এই দূর্নীতি সংক্রান্ত অডিওক্লিপ গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য আমরা ইতিপূর্বে বারংবার স্মারকলিপির মাধ্যমে আপনাকে অনুরোধ করা স্বত্ত্বেও অদ্যবধি আপনি কোন ব্যাখ্যা প্রদান করেন নাই। যার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক দুটি কমিটি গঠিত হয়েছে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাকর। জরুরীভাবে বিষয়টির সত্যতা জাতির কাছে উপস্থাপন করার জন্য আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল

বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বরিশাল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল কমিউনিটি ফ্রান্সের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা কাজী শামীম উচ্চাস, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নূরে আলম মনজু, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, রিগ্রুপেমেন্ট ফ্যামিলিয়াল বাংলাদেশী কমিউনিটি ইন ফ্রান্সের পরিচালক কাউসার আহমেদ, দোহার নবাবগঞ্জ এসোসিয়েশনের সহ সভাপতি আরিফুর রহমান।
এছাড়াও, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক, জাহিদুল আলম তালুকদার, ইউনুস তালুকদার, রিকন দেওয়ান মনা, সিদ্দিক খান, কামাল মাতুব্বর, সফিকুল ইসলাম শামীম, এনামুল হক অপু, মাহফুজুর রহমান মিলটন, আরিফুর রহমান মিলন, সৈয়দ সুমন, রবিউল আলম, মানিক হোসাইন, নাঈম সিকদার, মো. শিয়ান , ইব্রাহীম খলিল রমিজ, হেমায়েত উদ্দিন, মো. ইমরান, সোহাগ হোসেন, মোশারফ হোসেন, আকাশ চৌধুরী, মিয়া মুহামমাদ চান, সোয়েব বিল্লাহ রনি, কামাল হোসেন মোল্লা, সাখাওয়াত হোসেন, আবদুল আউয়াল, মুহামমাদ মুনসেফ, মো. সুমনও নাঈম মুনসী সহ অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ।
এসময় বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছে দেয়া যাচ্ছে সহজে

পবিত্র রমজানে সামর্থ্যবানরা দান-সদকার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পান। ইসলামে দান-সদকা ও অন্যকে সহযোগিতার গুরুত্ব অপরিসীম। পবিত্র এ মাসে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কাছে জাকাত-ফিতরা পৌঁছে দেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে সামর্থ্যবানদের এই অনুদান সুবিধাবঞ্চিতদের কাছে সময়মতো পৌঁছে দিতে দেশজুড়ে কাজ করে যাচ্ছে বেশ কিছু দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আর গত কয়েক বছর জনহিতৈষী এই প্রতিষ্ঠানগুলোয় অর্থ সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ করার কাজ করে যাচ্ছে বিকাশ। এ কারণে রমজানের পাশাপাশি বছর জুড়েই বিকাশের মাধ্যমে অনুদান দিয়ে বিভিন্ন জনহিতৈষী কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন কোটি গ্রাহক।
বিকাশ থেকে বর্তমানে ৪০টি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া যাচ্ছে। যার মধ্যে অন্যতম আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, মজার ইশকুল, জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, আইসিডিডিআর,বি,ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ইত্যাদি।
অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।
যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানুন’ অংশে ক্লিক করে। আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তিস্বীকারপত্রে দেওয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products- services/donation ওয়েব ঠিকানা থেকেও অনুদান বিকাশ করতে পারবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি এ. এফ. সাব্বির আহমদ

গ্লোবাল ইসলামী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন এ. এফ. সাব্বির আহমদ। তিনি কর্মজীবনে ৩০ বছরেরও বেশি সময় ব্যাংকিং সেক্টরে
অতিবাহিত করেছেন।
এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি পরবর্তীতে বিভিন্ন বেসরকারি ব্যাংকে কাজ করেন। তিনি শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং প্রধান পরিচালন কর্মকর্তা পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একটি ফাইন্যান্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাব্বির আহমদ দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এক্সিম ব্যাংকের জন্য ইউসিবি ইনভেস্টমেন্টের ৩৫০ কোটি টাকার মূলধন সংগ্রহ

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে এক্সিম ব্যাংক পিএলসির জন্য এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ডের মাধ্যমে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।
সম্প্রতি এক্সিম ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত তহবিল ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে, যা এর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে গতি আনবে। এই কৌশলগত পদক্ষেপ ব্যাংকটিকে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম করবে।
সমাপনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।