রাজধানী
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শুক্রবার

প্রয়োজনে কেনাকাটা করতে হয়। এ জন্য আপনাকে মার্কেটে যেতে হবে। তবে যদি গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে। যাওয়ার আগে জেনে নেয়া উচিত কোন কোন এলাকায় আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) মার্কেট বন্ধ থাকবে।
এ ছাড়াও দিনটি যদি হয় সাপ্তাহিক ছুটির। তাহলে অনেকেই চায় পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। ঢাকার ভিতর কিছু মিউজিয়াম, পার্ক আর বিনোদন কেন্দ্র রয়েছে, যেখানে ভিড় একটু বেশি থাকে। তবে যাওয়ার আগে জেনে নিতে হবে এসব বিনোদনকেন্দ্র খোলা আছে কিনা।
বন্ধ থাকবে যেসব মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানী
ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।
বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।
ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ বুধবার (২১ মে) যাত্রাবাড়ির কয়েকটি স্থানে দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, দোলাইরপাড় থেকে দনিয়া শনির আখড়া সড়কের উভয়পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে’

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘নগরের পিতা নেই তাহলে কাজ করবে কে? দায়ী আসিফ নজরুল ও আসিফ মাহমুদ’

নগরের পিতা নেই তাহলে কাজ করবে কে? আসিফ নজরুল ও আসিফ মাহমুদকে আমরা দায়ী করছি বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘সারা ঢাকাবাসী ইশরাককে মেয়র হিসেবে চায়’

সারা ঢাকাবাসী ইশরাককে মেয়র হিসেবে চায় বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।
You must be logged in to post a comment Login