পুঁজিবাজার
অলিম্পিক এক্সেসরিজের লোকসান বেড়েছে

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে ১৩ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৭০ পয়সা।
অর্থসংবাদ/এমআই

পুঁজিবাজার
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৫১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৭.০৯ শতাংশ। আর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.২৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৩.৬৬ শতাংশ, আরএকে সিরামিকের ৩.৩০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩.২৮ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনস্পুল বাংলাদেশের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। আর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।
এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯.৮০ শতাংশ,তমিজুদ্দিন টেক্সটাইল মিলস ৯.৬২ শতাংশ, আফতাব অটোমোবাইলস ৯.৫৪ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স ৯.২৮ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৭.৪৪ শতাংশ জাহিন স্পিনিং ৭.৩৫ শতাংশ এবংসেনা ইন্সুরেন্সশতাংশ৬.৩২দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৯৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকার।
আর ১৭ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মাগুরা মাল্টিপ্লেক্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদাস, মিডল্যান্ড ব্যাংক এবং কাসেম ইন্ডাস্ট্রিস।
কাফি
পুঁজিবাজার
সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ১৫৬ কোম্পানি শেয়ার দর কমেছে। অন্যদিকে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১১০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৮৯০ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৬৫৩ কোটি ৬৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৪ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং বাকী ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।
কাফি