পুঁজিবাজার
তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি

পুঁজিবাজার
বিএসইসির নতুন কমিশনার সাইফুদ্দিনের যোগদান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের অভিজ্ঞ পুঁজিবাজার বিশ্লেষক মো. সাইফুদ্দিন।
এর আগে গত ২৯ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএসইসি কার্যালয়ে কমিশন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে অন্যান্য কমিশনার ও কমিশনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং নতুন কমিশনারের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা পুঁজিবাজারের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত কমিশনার মো. সাইফুদ্দিন তাঁর বক্তব্যে বিএসইসির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি বাজার কাঠামোতে ইতিবাচক সংস্কার আনতে কাজ করবো এবং সবাই মিলে যৌথভাবে পেশাদারিত্বের সঙ্গে অগ্রসর হবো।”
তিনি আরও জানান, বিএসইসি’র কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয় এবং সবাই নবাগত কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান।
উল্লেখ্য, মো. সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্সে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সক্রিয় সদস্য।
পুঁজিবাজার
আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৪৬ দশমিক ১৫ শতাংশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ৯১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৯ পয়সা ছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ২ পয়সা।
এসএম
পুঁজিবাজার
মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর ৫০ পয়সা বা ৫.৩৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু কোম্পানি লিমিটেডের ৫.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৯৮ শতাংশ, এনআরবি ব্যাংক পিএলসির ৪.৮১ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৪.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.৪৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্স লিমিটেডের দর ৪.১৭ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল মূলত ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৯.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮.৮২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮.০৫ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৭.৪৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৬.২৫ শতাংশ, নর্দাণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬.১৯ শতাংশ এবং ওয়ান ব্যাংক পিএলসির ৬.১৭ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ ৮৯হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৩ লাখ ৮৬হাজার টাকার। আর ৩৮ কোটি ৩৭ লাখ ৯৫হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি।
কাফি