পুঁজিবাজার
পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস অর্থমন্ত্রীর

পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। আগামীদিনে পুঁজিবাজার আরও ভাল হবার কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এসোসিয়েশনের প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আজ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে একদল প্রতিনিধি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় ডিবিএর প্রতিনিধিদল এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজারের পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে ডিবিএর প্রতিনিধিদলের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় হয়।
অর্থসংবাদ/এমআই

পুঁজিবাজার
ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৮৭ হাজার ৮৬৪টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৪ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ৬১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা রেনাটার ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই আরামিট পিএলসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট পিএলসির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ০৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৮ টাকা ৭০ পয়সা। আর আজ ১৪ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ২০৮ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৯ টাকা ৫০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএম
পুঁজিবাজার
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ,২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩ টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্স লিমিটেড।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল এর দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৪.৭৬। আর ৬০ পয়সা বা ৪.৩৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরামিট সিমেন্ট ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিং ৪.২০ শতাংশ,হামি ইন্ডাস্ট্রিজ ৩.৬২ শতাংশ, ন্যাশনাল টি ৩.৩৮ শতাংশ,এনার্জি প্যাক পাওয়ার ৩.৩৭ শতাংশ,এভেন্ট ফার্মা ৩.২৩ শতাংশ,প্রিমিয়ার লিজিং ৩.২৩ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ ৩.২১ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬ টির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৭ টাকা ৭০ পয়সা বা ৯.২৯ শতাংশ।
আর ১৫ টাকা বা ৯.৯৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রহিম টেক্সটাইলস মিলস।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স।
কাফি