পুঁজিবাজার
স্ত্রীকে শেয়ার উপহার দেবেন স্টাইল ক্রাফটের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট লিমিটেডের উদ্যোক্তা নাভিদ হাসমেত শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা তার স্ত্রীর কাছে ২ লাখ শেয়ার হস্তান্তর করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উদ্যোক্তা নাভিদ হাসমেতের কাছে থাকা শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার তার স্ত্রী নাদেরা পারভীনকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার দিতে পারবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ইউনাইটেড ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২০০টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা বেঙ্গল উইনসোরের দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এইচ.আর টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড, বিকন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ণ কেবলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং এপেক্স ট্যানারি লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) কোম্পানিটির ১৪ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকার। আর ১০ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসেআলম কোল্ড রোল্ড, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুইশ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে দুইশ শেয়ার দরপতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১০৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৭৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৬ কোটি ২৯ লাখ ৬৫ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, বিপরীতে ২০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারে টি+১ চালুর বিষয়ে বিএনওয়াইএম-এইচএসবিসি’র সঙ্গে বিএসইসির আলোচনা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ গ্লোবাল কাস্টোডিয়ানগুলোর অন্যতম ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক মেলন (বিএনওয়াইএম)’ ও বাংলাদেশে তাদের সাব কাস্টোডিয়ান এইচএসবিসি’র প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের পুঁজিবাজারে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট চালুসহ বাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২১ মে) অনুষ্ঠিত বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএনওয়াইএম’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহ, দে কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নাজমুল হাসান ও ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, পুঁজিবাজার নিয়ে বিএসইসি’র ভবিষ্যৎ পরিকল্পনা, মার্কেট ওভারসাইট ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে সিসিবিএলকে অপারেশনে আনা, পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়ন, পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন-বিধি যুগোপযোগীকরণের পরিকল্পনা, পুঁজিবাজারে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট চালু ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে একে বিশ্ব মানের বাজারে পরিণত করতে এবং বাংলাদেশের পুঁজিবাজারে কাস্টোডিয়ানদের ভূমিকাকে আরো উন্নত করে দেশের বাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে অধিকতর আগ্রহী করার বিষয়ে বৈঠকে কথা হয়েছে।
এসএম