পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১০ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে।
এসময় ডিএসইতে ৫১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।

পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৯৭ হাজার ৪৪৩টি শেয়ার ৩৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৭ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের মিডল্যান্ড ব্যাংক ১ কোটি ৯৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মনোস্পুলের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মনোস্পুল বাংলাদেশ পিএলসির প্রয়াত উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদের কোম্পানিতে ধারণকৃত শেয়ার তার উত্তরসূরির মধ্যে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মহিউদ্দিন আহমেদ গত বছরের ০২ ডিসেম্বর মারা গেছেন। এই উদ্যোক্তা পরিচালকের নামে বর্তমানে কোম্পানিটির মোট ৬ হাজার ৯৬৮ শেয়ার রয়েছে। এরমধ্যে তার মনোনীত ছেলে মোস্তফা জামাল মহিউদ্দিনের নিকট ৬ হাজার ৩৩৫টি শেয়ার স্থানান্তরিত হবে।
এসএম
পুঁজিবাজার
বোনাস বিওতে পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর বাকি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এসএম
পুঁজিবাজার
স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা তার স্ত্রীকে উপহার হিসেবে কোম্পানির শেয়ার হস্তান্তর করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উদ্যোক্তা আব্দুল ওয়াহেদের কাছে থাকা কোম্পানির মোট শেয়ারের মধ্যে থেকে তিনি ১ কোটি ০৩ লাখ ২৬ হাজার ২৬২টি শেয়ার তার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে উপহার দেবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে স্ত্রীকে উপহার দিতে পারবেন।
এসএম
পুঁজিবাজার
রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের।
সোমবার (০৭ জুলাই) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা বা ৬ দশমিক ৩১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ১০ শতাংশ। আর ৪ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লাভেলো আইসক্রিম।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, নিউলাইন ক্লোথিং, ইসলামিক ফাইন্যান্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম