কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের শুরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২ দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন শুরু হয়েছে।
ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, বোরহান উদ্দিন আহমেদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম ও শওকত হোসেন, এফসিএ এবং শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম.হাবিবুল্লাহ, এফসিএস। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান এবং ৩৯৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।
ডা. তানভীর আহমেদ প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিগত বছরে দেশের ব্যাংকিং খাতের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করেছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে দেশের সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা লেনদেনকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করে তুলছে। তিনি আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ব্যাংকের সকলকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে।
তিনি বলেন, ইসলামী ব্যাংক কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি পরিপালনের পাশাপাশি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষকে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে। তিনি গ্রাহকদের উন্নত, মানসম্পন্ন ও আন্তরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। ২০২৩ সালে নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক যার পরিমাণ ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা। শুধু ২০২৩ সালেই নতুনভাবে ডিপোজিট বেড়েছে ১২ হাজার কোটি টাকার বেশি।
তিনি বলেন, দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে ৩৩ হাজার গ্রামের ১৭ লক্ষাধিক পরিবারের মাঝে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করেছে এই ব্যাংক। যার সদস্যদের ৯২ শতাংশই নারী। এ ব্যাংকের মাধ্যমে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের প্রায় ৮ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংকের সাথে জড়িত।
তিনি তাঁর বক্তব্যে রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ ও আমানতের অগ্রগতি অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।
অন্যান্য বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ কর প্রদান করেছে। এছাড়া বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ইসলামী রিটেইল ব্যাংক’ এবং বাংলাদেশের ‘সবচেয়ে শক্তিশালী ব্যাংক’র স্বীকৃতি পেয়েছে। ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে। এছাড়া বিশ্বের বিখ্যাত পেমেন্ট গেটওয়ে ভিসা কর্তৃক “পেমেন্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৩” অর্জন করেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
খেলার মাঠ ও পার্ক উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউসিবির চুক্তি

সবুজ, নির্মল ও শিশুবান্ধব চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এক যুগান্তকারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
রবিবার (১৮ মে) ইউসিবির প্রধান কার্যালয়ে এক আন্তরিক ও উৎসবমুখর আয়োজনে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত একটি খেলার মাঠকে আধুনিক সুবিধা সংবলিত, নিরাপদ ও আকর্ষণীয় শিশু-কিশোরদের বিনোদনকেন্দ্রে রূপ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
মেয়র ডা. শাহাদাত হোসেন এ সময় বলেন, পরিবেশবান্ধব ও সবুজ চট্টগ্রাম গঠনে বেসরকারি খাতের এমন অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ গড়ে তোলার যেকোনো প্রয়াসে ইউসিবি সবসময় পাশে থাকবে।
চট্টগ্রাম শহরের প্রায় ৭০ লক্ষ মানুষের মধ্যে শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলার মাঠ ও মুক্ত পরিবেশের অভাব আজ এক বাস্তবতা। নগরায়ণের চাপের মধ্যে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পথকে মসৃণ করতে সিসিসি ও ইউসিবির এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।
চার দশকেরও বেশি সময় ধরে ইউসিবি কেবল আর্থিক সেবা নয়, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। শিশুদের জন্য একটি প্রাণবন্ত, সুরক্ষিত ও আনন্দঘন খেলার পরিবেশ গড়ে তোলার এই মহতী প্রয়াসে ইউসিবি আবারও তার মানবিক অবস্থানকে সুদৃঢ় করলো।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
৫০ হাজার নারী রেমিট্যান্স সুবিধাভোগীকে বিনামূল্যে বিমা সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের মধ্যে দেশের ৫০ হাজার নারী রেমিট্যান্স সুবিধাভোগীকে স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রেমিট্যান্স সার্ভিসে আরও বেশি সুবিধা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেমিট্যান্স গ্রাহকদের প্রথমবারের মতো এই ধরনের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ বিমাসুবিধার আওতায় থাকবে ব্যাংকটির নতুন ব্যাংকিং প্রপোজিশন ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের গ্রাহকরা।
এই চুক্তির আওতায় দেশের রেমিট্যান্স সুবিধাভোগী নারীরা বিনামূল্যে ইনস্যুরেন্স বেনিফিট পাবেন। এখানে থাকছে ২ লাখ টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ এবং ৫০ হাজার টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ। ম্যাটারনিটি কেয়ার এবং আউট পেশেন্ট (ওপিডি) ও ইন পেশেন্ট (আইপিডি) মেডিকেল ট্রিটমেন্ট এ কাভারেজের অন্তর্ভুক্ত থাকবে।
দেশের রেমিট্যান্স সুবিধাভোগী নারীদের আর্থিক সুবিধার বিষয়টি বিবেচনা করে ব্র্যাক ব্যাংক ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টে বিমাসুবিধা যুক্ত করেছে। ইন্স্যুরেন্স সুবিধার সাথে এই অ্যাকাউন্টে থাকছে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয়ের অভ্যাসে মানুষকে উদ্বুদ্ধ করতে এখানে রয়েছে মাসিক ইন্টারেস্টপ্রাপ্তিরও সুবিধা।
বর্তমানে দেশের প্রায় ৬০ হাজার নারী সরাসরি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্স সেবা গ্রহণ করছেন, যা ব্যাংকটির মোট রেমিটেন্স অ্যাকাউন্টের ৩৫%। এই কাস্টমার বেস সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর এবং টাঙ্গাইল মতো রেমিট্যান্স-নির্ভর অঞ্চলের গ্রাহকদের নিয়ে।
‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের এই ইন্স্যুরেন্স সুবিধা প্রবাসীদের তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করবে, যা দেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে ফরেন কারেন্সি রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, দেশের রেমিটেন্স প্রবাহতে নারীদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার সাথে যুক্ত করতে ও তাঁদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই ‘তারা’ প্রবাসী পরিবার প্রপোজিশনটি ডিজাইন করা হয়েছে। রেমিটেন্স সেবায় বিনামূল্যে বিমাসুবিধা সুবিধা যুক্ত করার মাধ্যমে আমরা প্রবাসী পরিবারগুলোকে ক্ষমতায়িত করার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করছি।
এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ রেমিট্যান্স গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে বাংলাদেশের রেমিটেন্স-ভিত্তিক অর্থনীটির কেন্দ্রে থাকা নারীদের অবদানকে সম্মান জানাতে এবং তাঁদের বিভিন্ন আর্থিক সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট-ক্যাশব্যাক

পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষ্যে কেনাকাটাকে আরো সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৬ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। পোষাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পার্সোনাল কেয়ার-এর সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন ‘কোড’ ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭-ই জুন, ২০২৫ পর্যন্ত। পাশাপাশি, নির্দিষ্ট কিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক অফারও।
দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো–
‘D2’ ও ‘D3’ কুপন কোডে সুপারস্টোরে ডিসকাউন্ট: নির্দিষ্ট সুপারস্টোরে ‘D2’ কুপন কোড যোগ করে প্রতি বার ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। ‘D2’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব, বেঙ্গল মিট, মুস্তাফা মার্ট সহ আরও বেশকিছু সুপারস্টোরে।
এদিকে, দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘D3’ কোড যোগ করে প্রতি বার ১ হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
‘D1’, ‘D5’ ও ‘D9’ কোডে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট: এই ঈদে পছন্দের ব্র্যান্ড শপে ‘D1’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। ‘D1’ কোড ব্যবহার করে যে মার্চেন্টগুলোয় ডিসকাউন্ট পাওয়া যাবে তার তালিকা দেখে নেয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-key-merchant-promocode-offer-2025।
পাশাপাশি, দেশব্যাপী নানা ধরনের শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৩ বারে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা। শপগুলোর লিস্ট দেখে নেয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-mdt-promocode-offer-2025।
এছাড়াও, ‘সারা লাইফস্টাইল’-এর যেকোনো আউটলেটে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D9’ যোগ করে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কুপন কোড যোগ করে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা পেমেন্টে অফারটি উপভোগ করা যাচ্ছে।
‘A1’ ও ‘D8’ কোডে ফুটওয়ার ব্র্যান্ডে ডিসকাউন্ট: এপেক্স-এর নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্টে কুপন কোড ‘A1’ যোগ করে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফার চলাকালীন ১০০ টাকা করে ২ বারে মিলবে এই ডিসকাউন্ট।
এদিকে, ফুটওয়ার ব্র্যান্ড ‘ওয়াকার’-এর নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D8’ যোগ করে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ৫ শতাংশ করে ২০০ টাকা পর্যন্ত ২ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বারে মিলবে এই ডিসকাউন্ট।
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স: র্যাংগ্স ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট, সিঙ্গার, ভিভো ব্র্যান্ড শপ, স্টার টেক, রায়ান্স কম্পিউটার্স, মিনিস্টার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, হাইসেন্স সহ আরও বেশকিছু ইলেকট্রনিক্স আউটলেটে ন্যূনতম ৩০,০০০ টাকা বা বেশি পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
এদিকে এই ঈদে ‘ওয়ালটন’ ও ‘ভিশন’ আউটলেট থেকে যেকোনো ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনাকাটায় ন্যূনতম ১০ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ফার্নিচার: ব্রাদার্স ফার্নিচার, হাই-টেক ফার্নিচার, নাভানা ফার্নিচার ও অটবি-তে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
অনলাইন শপিং: অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ কেনাকাটায় ন্যূনতম ৩৯৯ টাকা বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার, যা তারা ব্যবহার করতে পারবেন ৫টি পৃথক অর্ডারের ক্ষেত্রে। প্রতি অর্ডারে সর্বোচ্চ ১০০ টাকা করে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
এছাড়াও, পছন্দের রেস্টুরেন্ট, কফিশপ, এবং সুইটস ও বেকারিতে যথাক্রমে ‘D4’, ‘D6’ ও ‘D7’ কোড ব্যবহার করে মিলবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
এই ঈদুল-উল-আজহায় বিকাশ পেমেন্টে কেনাকাটার সব ডিসকাউন্ট ও পেমেন্ট অফারগুলো একসাথে দেখে নেয়া যাবে এই লিংকে — https://www.bkash.com/campaign/eid-ul-adha-payment-campaign-2025 ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের সঙ্গে বিএইচএল গ্রুপের পেরোল ব্যাংকিং চুক্তি

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে বিএইচএল গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, বিএইচএল গ্রুপ এর কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিএইচএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর স্বপন কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং বিএইচএল গ্রুপের এজিএম (মানবসম্পদ ও প্রশাসন প্রধান) মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম (আইসিটি) মো. হাফিজুর রহমান, এজিএম (প্রধান হিসাবরক্ষক) মো. মতিউর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের ২য় সপ্তাহের রেফ্রিজারেটর বিজয়ী হলেন বরিশালের মুলাদী শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক ইশরাত জাহান, পঞ্চগড়ের দেবিগঞ্জ শাখার গ্রাহক মো. আনারুল ইসলাম ও মৌলভীবাজারের বড়লেখা শাখার গ্রাহক জুলহাস উদ্দিন।
রবিবার (১৮ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে ড্র-এর মাধ্যমে যথাক্রমে ইতালি, সিঙ্গাপুর এবং ফ্রান্স হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তাঁরা বিজয়ী হন।
এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ডিভিশনপ্রধান মো. আতিকুর রহমান খান খাদেমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামী ৩১ মে,২০২৫ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিশ্বের যেকোনো দেশ হতে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদেরকে ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে মোট ১২টি ফ্রিজার উপহার প্রদান করা হবে। এছাড়া শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক প্রদান করা হবে।
এসএম