বিশ্বের কোন দেশের কাছে কী পরিমাণ সোনা মজুত রয়েছে। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করে তালিকা দিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা মজুত রয়েছে।
এখন প্রশ্ন হলো তালিকায় বাংলাদেশের অবস্থান কত? জানা গেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে ১৪ টন সোনার মজুত রয়েছে। এ অনুযায়ী সোনা মজুতের বৈশ্বিক সূচকে বাংলাদেশ ৬৬তম স্থানে রয়েছে।
২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত হিসাব করে তালিকাটি তৈরি করেছে ডব্লিউজিসি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা মজুত রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। প্রায় তিন হাজার টনের বেশি সোনা মজুত রয়েছে জার্মানির। তৃতীয়তে ইউরোপের আরেক দেশ ইতালি। প্রায় দুই হাজার টনের বেশি সোনা মজুত রয়েছে এ দেশটির।
এরপরই চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। এ দেশটিরও প্রায় দুই হাজার টন সোনা মজুত রয়েছে। তারপর রয়েছে যথাক্রমে―রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, জাপান, ভারত ও নেদারল্যান্ডস।
এ ছাড়া যথাক্রমে তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন।