পুঁজিবাজার
মিরাকল ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৯ পয়সা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ঘাড় ত্যাড়া রাশেদ মাকসুদ, কারো কথা শুনতে চায় না

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে রোববার লেনদেনে শেষে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের পদত্যাগ দাবি করেছেন তারা।
এসময় এক বিনিয়োগকারী বলেন, ঘাড় ত্যাড়া রাশেদ মাকসুদ, কারো কথা শুনতে চায় না
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ওয়ান ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেঘনা কনডেন্সড মিল্কের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২০২টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৮ বারে ২৭ হাজার ৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৩৮ বারে ৪২ লাখ ৭১ হাজার ৪০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ১৪ বারে ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ১৮১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সিএপিএম মিউচুয়াল ফান্ড ওয়ানের ৭.৩৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৫.৯১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৪.৭৬ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ দর কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে কাট্টলী টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১২৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৫ বারে ২৮ লাখ ৮৬ হাজার ৬৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৮৪৬ বারে ১২ লাখ ৮৭ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৭১২ বারে ১০ লাখ ৯৮ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৮ দশমিক ৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ দশমিক ৭১ শতাংশ ,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫ দশমিক ৬১ শতাংশ, ডেসকো ৪ দশমিক ৭৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়্যাল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ, সিম টেক্সের ৪ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।
কাফি