পুঁজিবাজার
পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (৮ জানুয়ারি-১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি।
ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি ০৬ লাখ টাকা বা ০ দশমিক ৬৬ শতাংশ।
দেশের অপর শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৭০৮ কোটি ৩২ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬৩৪ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭৫৪ কোটি ০৫ লাখ টাকা।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ২৩ দশমিক ৬৫ পয়েন্ট।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির। আর ৩৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
আলোচ্য সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৬ পয়েন্টে। গত সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ১৮ হাজার ৫০৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩৪ কোটি ০৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ২৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩০টির কোম্পানির।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ৪৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৬৬ হাজার ১১৬টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১০ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ৩ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
স্যালভো কেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ আগস্ট দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আলোচ্য সভায় হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ পাঠিয়েছে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত অর্থবছরের জন্য সিটি ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরমধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ।
এসএম
পুঁজিবাজার
আইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৭.৯৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.২৬ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের দর ৫.০৯ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১০ আগস্ট) এপেক্স ট্যানারির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্টাইলক্রাফট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং-এর শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৯২ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭০ শতাংশ, আরামিটেড ৭.৯৯ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৫.৬৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৫৯ শতাংশ এবং প্রাণের ৫.৩০ শতাংশ দর বেড়েছে।
কাফি