পুঁজিবাজার
মন্ত্রিপরিষদে আসছে ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য

দেশের বৃহৎ পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হবেন। আজ (বুধবার) রাত পৌনে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নতুন মন্ত্রিপরিষদের তালিকায় এই দুই সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য হলেন- এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান এবং মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ডিএসইর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম (টিটু)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আবদুর রহমান পূর্ণাঙ্গ মন্ত্রী এবং আহসানুল ইসলাম (টিটু) প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের সম্মতিও দেন রাষ্ট্রপতি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এক বার্তায় পরিচালনা পর্ষদের পক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।
নির্বাচিত প্রতিনিধিবৃন্দগণ হলেন- বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ.কে. আজাদ, এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচ.এম. ইব্রাহিম এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক সাকিব আল হাসান।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ লাখ ২৪ হাজার ২৮৫টি শেয়ার ৩৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৫ মে) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ১ কোটি ৩২ লাখ টাকার ও তৃতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইনফরমেশন নেটওয়ার্ক এর।
রোববার (২৫ মে) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসোর এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ। আর ৪০ পয়সা বা ৫ দশমিক ৮০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ভিএফএস থ্রেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস কে ট্রিমস ৫ দশমিক ০০ শতাংশ, ন্যাশনাল টি ৪ দশমিক ৭৮ শতাংশ, এপেক্স ট্যানারি ৪ দশমিক ৫২ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ৪ দশমিক ৩২ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৪ দশমিক ২৯ শতাংশ, কেয়া কসমেটিক্স ৪ দশমিক ০০ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের।
রোববার (২৫ মে) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ।
আর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭ দশমিক ৩২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিং ৭ দশমিক ১৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট ৬ দশমিক ৭৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫ দশমিক ৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৫ দশমিক ৮৮ শতাংশ ,ড্রাগন সোয়েটার ৫ দশমিক ৬৮ শতাংশ ও সাহাজি বাজার পাওয়ার ৫ দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (২৫ মে) কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকার।
আজ ৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বীচ হ্যাচারি , এস আলম কোল্ড রোল, সোনারগাঁও টেক্সটাইল, খান ব্রাদাস্, বারাকা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন এবং সি পার্ল বিচ রিসোর্ট ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন তলানিতে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এসময় ২১৫ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে লেনদেন হয়েছে ২৩৬ কোটি টাকার কম।
রোববার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১০৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৭৪৬ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০০টি কোম্পানির, বিপরীতে ২১৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি