পুঁজিবাজার
এসএমই মার্কেটে সূচক ও লেনদেনে বড় উত্থান

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় আজ টাকার অংকে লেনদেন বেড়েছে দ্বিগুণের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৬৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ পয়েন্টে।
এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির। দর কমেছে ২টির। আর বাকী ১টি কোম্পানির শেয়ারদর আর অপরিবর্তিত রয়েছে।
আজ এসএমইতে ৯৯ লাখ ০৪ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকা। এই বড় উত্থানের পেছনে একমাত্র কারন হিসাবে রয়েছে এসএমই মার্কেটে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি।
আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি পেইন্টস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১১ লাখ ৭০ হাজার ৭২৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকা।
বুধবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল বিস্কুট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৮০ পয়সায়।
অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩৭ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৩০ শতাংশ কমেছে।
এসএম

পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। আর ৯ দশমিক ১৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, ইজেনারেশন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কোম্পানিটির ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৪ লাখ টাকার। আর ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, ই-জেনারেশন, এমজেএল বাংলাদেশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আইটি কনসালটেন্টস পিএলসি।
এসএম
পুঁজিবাজার
তিন শতাধিক শেয়ারের দরপতন, সূচক কমলো ৮৯ পয়েন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। সেই সঙ্গে ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৯ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ২২ পয়েন্ট কমে ১২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে ২১৫২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ ৪১ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টি কোম্পানির, বিপরীতে ৩০৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই আইপিডিসি ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ২০ পয়সায়। আর গত ০৮ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২৩ টাকা ৫০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৮ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই বিবিএস ক্যাবলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ৮০ পয়সায়। আর গত ০৭ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২২ টাকা ৭০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৬ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম