পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২০০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১৫ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে।
এসময় ডিএসইতে ২০১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৫টি কোম্পানির শেয়ারের।

পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই আইপিডিসি ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ২০ পয়সায়। আর গত ০৮ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২৩ টাকা ৫০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৮ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই বিবিএস ক্যাবলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ৮০ পয়সায়। আর গত ০৭ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২২ টাকা ৭০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৬ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
দেড় ঘন্টায় ২৪৫ শেয়ারের দরপতন, সূচক কমেছে ৩৮ পয়েন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৮ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৫টির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে।
অন্য সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৩১ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ২১ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৬ ও ২০৭০ পয়েন্টে।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
এর আগে ১ সেপ্টেম্বর এই পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
এসএম
পুঁজিবাজার
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, মুনসিফ আলীর কাছে এনআরবিসি ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ৩০ লাখ শেয়ার তিনি ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে বিক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।
এসএম