পুঁজিবাজার
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

সিএপিএম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সপ্টেম্বের) সম্পদ মূল্য ঘোষনা করা হয়।
জানা গেছে, ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৬৮ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা এবং বাজারমুল্যে ৭২ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ২৭ পয়সা এবং বাজারমূল্যে ১০ টাকা ৮০ পয়সা।

পুঁজিবাজার
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৬.৭১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, ইনটেকের ৬.০৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫.৯৪ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৫.৮৮ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫ পয়সা বা ৮.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৬.৯৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং, বেস্ট হোল্ডিংস, সমতা লেদার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
রবির ৭৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ কোম্পানিটির ৭৪ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকার। আর ২৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, সি পার্ল বিচ, লাভেলো আইসক্রিম, ই-জেনারেশন, ডোমিনেজ স্টিল বিল্ডিং এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
২২৩ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এসময় ২২৩ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ১২২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২১৯১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির, বিপরীতে ২২৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
শেয়ার কিনবেন ব্যাংক এশিয়ার এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংক এশিয়ার এমডি সোহেল রেজা খালেদ হুসেন ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।
কাফি