বিনোদন
নতুন বছরে তারকাদের প্রত্যাশা

সীমাহীন আশা ও সম্ভাবনা নিয়ে আসে নতুন বছর। কালের পরিক্রমায় সময়ের হাত ধরে আবার এসেছে নতুন একটি বছর। সব অঙ্গনের মানুষের মাঝেই নতুন বছর বছরকে ঘিরে থাকে অনেক পরিকবল্পনা ও প্রত্যাশা।
সবার মতো শোজিব অঙ্গনের তারকারও নতুন বছরকে নিয়ে দেখছেন বিভিন্ন ধরনের স্বপ্ন। সাজাচ্ছেন তাদের আগামীর দিনগুলো। অনেকে আবার তাদের এসব কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন।
কেউ জানাচ্ছেন নতুন বছরের শুভেচ্ছা। দেখে নওয়া যাক যেসব তারকা তাদের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সঙ্গে প্রকাশ করেছেন নতুন বছরের পরিকল্পনার কথা-
হানিফ সংকেত:
দেশের নন্দিত উপস্থাক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নতুন বছরে তিনি তার ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- এই নতুন বছরে আমাদের আশা-মানুষে মানুষে বাড়বে ভালোবাসা। মনের বন্ধ দুয়ার খুলে, হিংসা-বিদ্বেষ ভুলে এগিয়ে যাব সামনের দিকে, সম্ভাবনার দিকে। দেশকে ভালোবেসে, দেশের নিজস্ব সংস্কৃতির ধারায় জেগে উঠব আমরা। কামনা করছি, বিশ্বময় মানুষ আরও মানবিক হয়ে উঠুক।
শাকিব খান:
ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান নতুন বছরের শুরুতে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের পেজ থেকে। এতে তিনি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’। চলতি বছরের কিং খান খ্যাত এ নায়কের বেশ কয়েকটি ছবি মুক্তির কথা রয়েছে।
জয়া আহসান:
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান, তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।
মোস্তাফা সরয়ার ফারুকী:
দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন বছরের প্রথম দিনে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারও আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি- তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক!
সানিয়া সুলতানা লিজা:
ক্লোজআপ তারকা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- ‘হ্যাপি নিউ ইয়ার-২৪’। লিজা তার শুভেচ্ছা বার্তার সঙ্গে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
নাসরিন আক্তার বিউটি:
সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! নতুন বছর, সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি, সমৃদ্ধি আর অফুরান আনন্দ। হ্যাপি নিউ ইয়ার-২০২৪। ভালোবাসা সবার জন্য, দোয়া করবেন আমাদের জন্য।
সাজু খাদেম:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমও তার ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৪’। এর সঙ্গে একটি পারিবারিক ছবিও পোস্ট করেছেন।
সাইদুর রহমান পাভেল:
তরুণ প্রজন্মের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেন তিনিও সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, গত কালকের ভুলগুলো শুধরে আজকে থেকে সব কিছু নতুন করে ভালোভাবে শুরু করতে চাই আল্লাহর নাম নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার (১৯ মে) রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে।
রিমান্ড সংক্রান্ত প্রশ্নে ওসি বলেন, আপাতত রিমান্ডের আবেদন করা হচ্ছে না, তবে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন নোবেল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। তিনি ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা ও সহায়তার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সাত মাস ধরে নোবেল ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন
জামিন পেলেন নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়।
পরে গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।
প্রসঙ্গত, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন
শাহজালাল বিমানবন্দরে নুসরাত ফারিয়া গ্রেপ্তার

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার৷ এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এএইচএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
সে সময় জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।
মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। তাকে সবশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন
ঝিনাইদহে ইত্যাদির আয়োজন, দর্শকদের মাঝে উৎসবের আমেজ

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও রাজধানীর বাইরের কোনো স্থানে ধারণ করা হচ্ছে। এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি খামার—দত্তনগর বীজ উৎপাদন খামারে।
অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ। বর্ণিল আলোকসজ্জা ও নানা সাজে প্রস্তুত করা হয়েছে পুরো আয়োজনস্থল।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পর্বের ধারণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থাপনা করবেন বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত। তার প্রাণবন্ত উপস্থাপনায় এবারের পর্বে থাকছে ঝিনাইদহের ইতিহাস, সংস্কৃতি, এবং স্থানীয় মানুষের জীবনগাঁথার নানা দিক। বিশেষভাবে তুলে ধরা হবে—সীমান্ত অঞ্চলের মানুষের জীবন, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মভিটা, এশিয়ার অন্যতম বৃহৎ বেথুলি বটগাছ এবং জেলার বিভিন্ন বাওড়ভিত্তিক লোকজ সংস্কৃতির গল্প।
ইত্যাদি টিমের আগমনে ঝিনাইদহ জেলাসহ আশপাশের এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পেতে স্থানীয়দের মাঝে দেখা যাচ্ছে প্রবল আগ্রহ।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, “ইত্যাদি আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।”
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন
নায়িকা থেকে উদ্যোক্তা: দুধের ব্যবসায় নামলেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও সক্রিয় তিনি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও এবার ফিরছেন বড় আয়োজন নিয়ে। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি বড় বাজেটের সিনেমা এবং একটি ওয়েব ফিল্ম, যেখানে তিনি একজন সাইকো কিলারের চরিত্রে অভিনয় রবেন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের আসন্ন কাজ ও নতুন ব্যবসা নিয়ে কথা বলেন মিষ্টি জান্নাত। সেই আলোচনায় উঠে আসে তার নতুন উদ্যেগ—উটের দুধ আমদানির পরিকল্পনা।
নায়িকা বলেন, “আমি নিজে উটের দুধ দিয়ে তৈরি চা খাই। এবার বাংলাদেশে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই এটি বাজারে আনব।”
উটের দুধের প্রতি মানুষের আগ্রহ থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, “আমি যেখানে যাই, সবাই জানতে চান—উটের দুধের চায়ের স্বাদ কেমন। এখন আর প্রশ্ন শুনতে হবে না, সবাই নিজেরাই তা চেখে দেখতে পারবেন।”
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করা হবে এবং সবার জন্য সহজলভ্য করতে এটি ২০০ মিলিলিটার প্যাকেটে বাজারজাত করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে তিনি নিয়মিত কাজ করে চলেছেন।