জাতীয়
এক অ্যাপেই পাওয়া যাবে নির্বাচনের সব তথ্য

স্মার্ট বাংলাদেশের প্রত্যয় নিয়ে নির্বাচনী তথ্যের ভান্ডার হিসেবে সম্প্রতি নতুন অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই অ্যাপের নাম- ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’। এতে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রার্থী, দল ও আসনভিত্তিক তথ্য যেমন পাওয়া যাবে; তেমনি আইনবিধি, ভোট পড়ার হার, ফলসহ নানা ধরনের তথ্য জানা যাবে। একইসাথে ভোটকেন্দ্রের ছবি, ভোটকেন্দ্রের ভৌগলিক অবস্থান ম্যাপসহ দেখা যাবে।
জানা গেছে, অ্যাপটিতে একজন নাগরিক নির্বাচনী সকল তথ্য জানতে পারবেন। দেশের সকল বিভাগের সকল আসনের তথ্যও জানা যাবে এই অ্যাপটিতে। পাশাপাশি যে কোন প্রার্থীর হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী দেওয়া আছে এই অ্যাপে। এতে নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত দলগুলোর তালিকাও দেখা যাবে।
সূত্র মতে, অ্যাপটিতে হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে মোট চারটি ম্যানু আছে। হোমে ভোটারের ব্যক্তিগত বিষয়াদি পাওয়া যাবে। তথ্য বাটনে পাওয়া যাবে ভোটকেন্দ্র এবং নির্বাচনী আসন, প্রার্থী বিষয়ক বিস্তারিত তথ্য। ফলাফল বাটনে ভোটের ফলাফল এবং বিশ্লেষণ বাটনে নির্বাচনের নানান বিশ্লেষণ বিষয়াদি থাকবে। বর্তমানে অ্যাপটিতে একাদশ ও দ্বাদশ নির্বাচনের তথ্যাবলী পাওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচনের সব তথ্য মিলবে। আর ভোটের দিন ফলাফলের তথ্যও মিলবে। এমনকি ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর আপডেট জানা যাবে।
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, দুই ঘণ্টা পর পর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের সব বুথে গিয়ে তথ্য নিয়ে অ্যাপের জন্য আপলোড করবেন, যার মাধ্যমে অ্যাপে পাওয়া যাবে ভোট পড়ার হার।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের এই অ্যাপের কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশের টেক জায়েন্ট কোম্পানি পেন্টা গ্লোবাল।

জাতীয়
১৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কিরগিজস্তান

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান থেকে ১৮০ জন অনিবন্ধিত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে এয়ারো নোমাড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) তাদের বাংলাদেশে পাঠানোর কথা থাকলেও অনিবার্য কারণবশত ফ্লাইটটি বাতিল হয়।
সোমবার তাশখন্দে বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব তথ্য জানায়। দূতাবাস সূত্রে জানা গেছে, অনিবন্ধিত থাকার অভিযোগে কিরগিজ কর্তৃপক্ষ তাদের ডিপোর্ট করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে বেশি বেতনের কাজ ও অন্য দেশে চাকরি পাবেন-এই আশায় মধ্য এশিয়ার দেশটিতে গিয়েছিলেন তারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো আকর্ষণীয় ভিডিও দেখে ভালো বেতনে চাকরির খোঁজে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তান যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর আগেও চাকরির প্রলোভনে দেখিয়ে বা ইউরোপ পাঠানোর প্রলোভনে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার দেশগুলোতে নিয়ে প্রতারণা করেছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রাতে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশিকে বিমানবন্দরে জরুরি সহায়তা প্রদান করবে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।
এরও আগে ৩০ আগস্ট যুক্তরাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ বাংলাদেশিকে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে পাঠানো হয়।
জাতীয়
আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা

স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা। ভোটের সময় শুরুর অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে গেছেন এবং ভোট শুরু করার আগে ফাঁকা ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টকে দেখানো হয়েছে বলেও জানান তিনি।
বেলা সাড়ে ১০টা পর্যন্ত ‘১৫ শতাংশের মতো ভোট পড়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উৎসাহের কোনো ঘাটতি নেই। সবাই লাইনে আছে। ছোটোখাটো কিছু অভিযোগ-অনুযোগ তো আছেই।’
আচরণবিধির বিষয়ে অধ্যাপক রেজা বলেন, কেউ কেউ আমাদের বাইরের পরিবেশের কথা বলেছেন, সেটা আমরা অবহিত আছি। আমরা জানাচ্ছি। আর আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ সেটা করছেন না।’
জাতীয়
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর গত এক বছরে দেশে আর কোনো গুমের ঘটনা ঘটেনি, এমনকি পুলিশও একটি মিথ্যা মামলা দায়ের করেনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, গুম-খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় নয়, বরং অপরাধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু ব্যক্তি হিসেবে কাউকে টার্গেট করা হবে না; অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া চালানো হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর ঘটনাবলিকে তুলনা করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন- ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে, তাই অযথা বিতর্ক সৃষ্টি না করে বাস্তবতাকে মেনে নিতে হবে।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনে করেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গুম-খুনের মতো অপরাধের বিচারকে আরও কঠোর ও স্বচ্ছ হতে হবে।
জাতীয়
ডাকসু নির্বাচন: মঙ্গলবার বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।
জাতীয়
নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে

বাংলাদেশে গত এক মাসে নতুন করে ৭৫০ জন রোহিঙ্গা প্রবেশ করে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সেনা সদর।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সেনা সদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।
কর্নেল শফিকুল জানান, বিগত এক মাসে প্রায় ৭৫০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) ক্যাম্পে আশ্রয় নিয়েছে। যৌথ বাহিনী এ সময়ে রোহিঙ্গা শিবির এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৯টি আগ্নেয়াস্ত্র, ৫২৯ রাউন্ড গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করেছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে ৯ লাখ ১২ হাজার ইয়াবা, এক কেজি ক্রিস্টাল আইস এবং ১৭ লাখ টাকা মূল্যের সিগারেট, পোশাক, খাবার, প্রসাধনীসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চবিতে সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের বিষয়ে কর্নেল শফিকুল বলেন, গত ৩১ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একজন ছাত্রীর রাতে ভাড়া বাসায় যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা প্রহরীর সঙ্গে উত্তেজনা দেখা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুরসহ কিছু পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত আনুমানিক ৩টায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীতে সংঘর্ষ
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে এ সেনা কর্মকর্তা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের জন্য অনুরোধ করে। সেনাবাহিনী ওই স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে বিশৃঙ্খলাকারীরা মশাল, লাঠি ও ইটপাটকেলসহ অবস্থান নিয়ে পুনরায় সহিংসতা শুরু করে।
কর্নেল শফিকুল বলেন, বিশৃঙ্খলাকারীরা একাধিক স্থানে অগ্নিসংযোগ এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর পাঁচ এবং পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হন। সেনাবাহিনীর একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। পরে রাত সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে পার্বত্য চট্টগ্রামে মোট আটটি গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড গোলাবারুদ, মাদকসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানগুলোতে মোট ৩৭ ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৭ জন জেএসএস, দুজন ইউপিডিএফ ও একজন এমএলপি সদস্য, চারজন মাদক কারবারি, দুজন মানবপাচারকারী এবং ১১ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
কর্নেল শফিকুল বলেন, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএলপির বিরুদ্ধে অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া সেনাবাহিনী গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কেএনএ’র (কুকি-চিন ন্যাশনাল আর্মি) একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত ও ধ্বংস করা হয়। অভিযানকালে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নীলফামারির উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানিতে বকেয়া বেতন ও অবৈধভাবে শ্রমিক ছাঁটাই নিয়ে গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত শ্রমিকেরা মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি নিয়ে হামলা চালিয়ে কিছু সদস্যদের মারাত্মকভাবে আহত করেন এবং একজনের অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অনেক পুলিশ সদস্যসহ ছয় সেনাসদস্য আহত হন, যার মধ্যে এক সেনাসদস্য বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
হাসপাতাল এলাকায় দালাল চক্র দমনে সেনাবাহিনী গত ২৬ আগস্ট মহাখালী ক্যানসার হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অনিয়ম করে জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে দালাল চক্রের হোতাসহ ৬২ দালালকে আটক করা হয়
এ ছাড়া ভেজাল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ১৭ আগস্ট মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল প্রসাধনী উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান সাময়িক বন্ধ এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনীর অভিযানের অংশ হিসেবে গত এক মাসে মানিকগঞ্জে ৯টি ড্রেজার জব্দ করা হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গত এক মাসে আশুলিয়ার একটি পাট গুদাম এবং মানিকগঞ্জের নিলীমা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে। যার ফলে জানমালের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।
জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দিতে সেনাবাহিনী এখন পর্যন্ত ৫ হাজার ৫৬ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার ব্যবস্থা করেছে। যার মধ্যে ঢাকা সিএমএইচে ৩৫ জন এখনো চিকিৎসাধীন।
কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনীর সদস্যরা গত ১৬ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব সুন্দর ও নিরাপত্তার সঙ্গে সম্পন্নের জন্য দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে।