পুঁজিবাজার
নয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির ক্রেডিট রেটিং বা ঋণমান যাচাই সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, শাইন পুকুর সিরামিক্স, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ভিএফএস থ্রেড ডাইং, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।
সোমবার (০১ জানুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর ঋণমান বিভিন্ন সময়ের নিরীক্ষিত হিসাবের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে।
এক নজরে ৯ কোম্পানির ক্রেডিট রেটিং:-
ফু-ওয়াং সিরামিক: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড।
শাইন পুকুর সিরামিকস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
প্রাইম ফাইন্যান্স: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।
জি কিউ বলপেন: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।
ইন্দো-বাংলা ফার্মা: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
ডোমিনেজ স্টিল বিল্ডিং: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।
ভিএফএস থ্রেড ডাইং: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বি+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৫’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।
যমুনা অয়েল: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
হঠাৎ অংশীজনদের সঙ্গে বৈঠকে তর্কে জড়ালেন রাশেদ মাকসুদ

বিএসইসি চেয়ারম্যান হঠাৎ কেন এবং কি কারণে বৈঠক ডেকেছেন এতে অংশগ্রহণ করা অনেকই জানেন না। হঠাৎ সকাল বেলা মুঠোফোনের মাধ্যমে দাওয়াত দেয়া হয় বলে অর্থসংবাদকে জানিয়েছে বৈঠকে অংশ নেয়া একাধিক ব্যক্তি। শনিবার (১৭ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে দেশের পুঁজিবাজারের অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনার ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণ করা একাধিক ব্যক্তি অর্থসংবাদকে বলেন, কোন প্রস্তুতি ছাড়া হঠাৎ নিয়ন্ত্রক সংস্থা যে বৈঠক ডেকেছে সেখানে খুবই অপেশাদার আচরণ করেছেন। রাশেদ মাকসুদ সভা ডেকে সেখানে কে কোথায় কী মন্তব্য করেছে, কে বাজার নিয়ে পত্রিকায় নেগেটিভ বক্তব্য দিয়েছে এইসব বিষয়ে চার্চ (জবাবদিহি) করেছেন। ওনাকে নিয়ে কে কোথায় কি বলেছেন সেটা সবার সামনে বৈঠকে তুলেছেন! নিয়ন্ত্রক সংস্থার ইতিহাসে এমন অপেশাদার আচরণ দেখিনি। বৈঠকে ডিবিএ, বিএমবিএ এর প্রতিনিধিদের সাথে রাশেদ মাকসুদের উত্তপ্ত মতপার্থক্য হয়েছে। বিএসইসি চেয়ারম্যান বলেন সবাই বাজার নিয়ে নেগেটিভ বলে, তাই বাজার খারাপ যাচ্ছে। এজন্য এখন পজেটিভ বলতে হবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থসংবাদকে বলেন, যা বলার বৈঠকে বলেছি, পরামর্শ দিয়েছি। যতটুকু জানি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানাবে বিএসইসি। বৈঠকের বিষয়ে আগে জানা ছিলনা, সকালে হঠাৎ জানানো হয়েছে। বৈঠকে গিয়ে দেখি ডিএসই, বিএমবিএ, আইসিবি সহ অনেকেই ছিল।
তবে বিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে হওয়া সভা ও তার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম ১০ শতাংশ করা, পুঁজিবাজারে ১ লক্ষ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ের উপর আরোপিত কর মওকুফ করা, পরিকল্পনা অনুসরণ করে নেগেটিভ ইক্যুইটির উত্তোরণ ও স্থায়ী সমাধান করা, বিও হিসাবে মেইনটেইন্যান্স ফি মওকুফ করা, ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ করা, ব্রোকারদের টার্নওভারের উপর প্রদত্ত অগ্রিম কর (AIT) হ্রাস করা, দেশের ভালো মৌলভিত্তি সম্পন্ন বৃহৎ দেশীয় কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ, সরকারী সিকিউরিটিজ (সংক্ষেপে G-Sec বা Government Securities) এর নিলাম (auction) পুঁজিবাজারের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আনয়ন, সিকিউরিটিজ হাউজে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে গঠনমূলক এবং সমন্বিত গ্রাহক হিসাবের হতে প্রাপ্ত আয়ের অর্থের ব্যবহার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে মিউচ্যুয়াল ফান্ডসমূহের চলতি অর্থবছরের অর্জিত আয়ের ২০ শতাংশ প্রভিশনিং করে বাকী ৮০ শতাংশ ইউনিটহোল্ডাদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করার প্রস্তাবনা পেশ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় বিএসইসি’র সাথে দেশের পুঁজিবাজারের অংশীজনদের সমন্বয় ও সংযোগ বৃদ্ধির জন্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং নির্বাহী পরিচালকবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। যার মধ্যে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিবিএ‘র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসই’র পরিচালক শাকিল রিজভী, ডিএসই’র পরিচালক রিচার্ড ডি রোজারিও, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ, ডিবিএ‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বিএমবিএ এর প্রেসিডেন্ট মাজেদা খাতুন, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি’র মহাব্যবস্থাপক জনাব মাহমুদা আক্তারসহ আরো অনেকে সভায় পুঁজিবাজারের অংশীজন হিসেবে অংশগ্রহণ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয় ৩৯৬ কোম্পানির ৭৯টির শেয়ারে দর কমেছে। দরপতনে শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ বারে ১ হাজার ১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২৪ বারে ৭ লাখ ৬৭ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা টুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪ বারে ২৯ হাজার ৩৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–আজিজ পাইপসের ৩.৩০ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৩.০৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২.৭৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, আর এ কে সিরামিকসের ২.৬২ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২.৩৬ শতাংশ ও তিতাস গ্যাসের ২.২৩ শতাংশ দর কমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৭৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২২ বারে ২২ লাখ ১৯ হাজার ৫৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৪১৭ বারে ৩ লাখ ৪ হাজার ৬২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৬৬৯ বারে ৩ লাখ ৭৯ হাজার ৯৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মা ৯ দশমিক ৫৫ শতাংশ, এস আলম কোল্ড রোল ৮ দশমিক ৪৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৭ দশমিক ৫৪ শতাংশ , বাটা সু’র ৭ দশমিক ৩০ শতাংশ, ইনটেকের ৭ দশমিক ১৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬ দশমিক ৪৯ শতাংশ ও ডরিন পাওয়ারের ৫ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেশের পুঁজিবাজারে

দীর্ঘ ২০ বছর পর দেশের পুঁজিবাজারে শনিবার লেনদেন হয়েছে। পতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারে এমন ঐতিহাসিক দিনেও লেনদেন ঠেকেছে তলানিতে। সপ্তাহের প্রথম এই কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়লেও টাকা অংকে লেনদেনের পরিমাণ গত ৯ মাস বা ৪০ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
ডিএসইর বাজার পর্যালোচনা করে জানা গেছে, এর আগে গত বছরের (৪ আগস্ট) ডিএসইর লেনদেন ছিলো সর্বনিম্ন। এদিন লেনদেন হয়েছিলো ২০৭ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা। আর আজ লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। যা ৯ মাস ১৩ দিন অথবা ৪০ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে বেহাল অবস্থায় রয়েছে দেশের পুঁজিবাজার। সূচকের টানা দরপতনে অবস্থার তেমন কোনো পরিবর্তন না হওয়ায় হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা। এতে পুঁজিবাজারে চরম আস্থাহীনতা দেখা দিয়েছে। প্রতিদিনই কমছে সূচক ও শেয়ারের দাম; নিঃস্ব হয়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ফলে দিন যতই যাচ্ছে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ততই ভারী হচ্ছে।
শনিবার (১৭ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮২০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৯০ পয়েন্ট কমে ১০৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ১৭৮৮ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ২৬২ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৭টি কোম্পানির, বিপরীতে ৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমানে বাজারে প্রতিনিয়ত যেসব শেয়ার বিক্রি হচ্ছে, তার বড় অংশই মার্জিন ঋণের দায়ে বাধ্যতামূলক বিক্রি। এতে করে বাজারের ওপর চাপ বাড়ছে, দরপতন বাড়ছে, আর পুঁজি হারানো বিনিয়োগকারীরা আরও দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছেন। বর্তমানে পুঁজিবাজারে যে সংকট দেখা দিয়েছে তাতে কেবল সূচক আর লেনদেনই নয়, আস্থা ও বিশ্বাসও নষ্ট হচ্ছে বিনিয়োগকারীদের।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেনে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার।
আর ৯ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো- উত্তরা ব্যাংক পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক এবং বিএসসি।
কাফি