চুইংগাম খাওয়ার উপকারিতা

চুইংগাম খাওয়ার উপকারিতা
চুইংগাম খিদে কমায়। ফলে আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধিও কমে যায়। তবে অবশ্যই সেটা সুগার ফ্রি চুইংগাম হতে হবে।

ছোট-বড় সবাই চুইংগাম পছন্দ করে। এটা যেমন মজাদার তেমন এর রয়েছে বেশ কিছু উপকারিতা। জিনিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই উপকারিতাগুলো। চলুন দেখে নেই।

১. অনেক সময় আমাদের কাজে মন বসে না। একঘেয়ে লাগে। কাজ করতে করতে ঘুম পায়। অর্থাৎ, কাজের দিক থেকে সব মনোযোগ চলে যায়। কাজের প্রতি সেই মনোযোগ বা একাগ্রতা ফিরিয়ে আনে চুইংগাম। ২০০৯ সালে প্রকাশিত নিউট্রিশনাল নিউরোসায়েন্স জার্নালে বলা হয়েছে যে, চুইংগাম আমাদের মনোযোগ বাড়ায়।

২. চুইংগাম খিদে কমায়। ফলে আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধিও কমে যায়। তবে অবশ্যই সেটা সুগার ফ্রি চুইংগাম হতে হবে।

৩. মুখের ভেতরের স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে চুইংগাম। যখন আপনি সুগারফ্রি চুইংগাম খান, তখন সেটি মুখের ভেতরে বিশেষ করে দাঁতে লেগে থাকা খাদ্যকণা সরিয়ে দেয়। ফলে ক্যাভিটির হাত থেকে দাঁত রক্ষা পায়।

৪. গবেষকরা বলেন, মাড়ির সঙ্গে আমাদের মুডের গভীর সম্পর্ক রয়েছে। তাই চুইংগাম চিবানোর সময়ে কোনোভাবেই আমাদের ওপর কাজের চাপ পড়ে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়