ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী

ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী
অগ্রহায়ণ-পৌষ মাসে আমন ধান কাটা হয় বিধায় ফাল্গুন মাসকে আমন ধানের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু এই ভরা মৌসুমে ক্রেতা-ভোক্তারা  চালের দাম কমার আশা করলেও বাজারের চিত্র ভিন্ন। ইতোমধ্যে সব ধরনের চালের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়,  প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৬ টাকায় , গতবছর একই সময়ে যা ছিল ৫৮ টাকা। প্রতিবছরের মতো এবারো ভর মৌসুমে চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা কমার আশা থাকলেও উল্টো তা বেড়েছে।  নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। মোটা চাল কেজিতে  ৫ থেকে ৭ টাকা বেড়ে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

জানা যায়, দেশে রেকর্ড পরিমাণ চালের মজুত রয়েছে। যা আগামী জুন পর্যন্ত চাহিদার তুলনায় বেশী।

চলতি অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপন্ন হয়েছে ১ কোটি ৫৫ লাখ টনের বেশি। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৫ লাখ টন বেশি পাওয়া গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য হিসাবে, গত এক বছরে চালের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। কিন্তু বেসরকারি হিসাব বলছে ১৪ শতাংশ দাম বেড়েছে।

মোহাম্মদপুরের ব্যবসায়ী আব্দুল্লাহ ফুয়াদ অর্থসংবাদকে বলেন, পাইকারি বাজারে চালের দাম বাড়ায় বেশী দামে চাল বিক্রি করতে হচ্ছে। চালের দাম বাড়ার কারন হিসেবে তিনি মিল মালিক সিন্ডিকেটকে দায়ী করেন।

বাজারে সবজি ও মাছের দাম অপরিবর্তিত থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু