নতুন চেয়ারম্যান পেল ঢাবির ফলিত রসায়ন বিভাগ

নতুন চেয়ারম্যান পেল ঢাবির ফলিত রসায়ন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরনবী।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে তিন বছরের জন্য এ নিয়োগ দেন।

অধ্যাপক ড. মো. নূরনবী ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এম.এসসি পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন।

পরে তিনি যুক্তরাজ্যের লীডস্ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

অধ্যাপক ড. মো. নূরনবী ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রায় ৪০টি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়