শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করল মিডল্যান্ড ব্যাংক

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করল মিডল্যান্ড ব্যাংক
শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে গুলশান শাখার ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ নামে ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয়।

ব্যাংকের চেয়ারপারসন মিসেস নীলুফার জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকিং উইন্ডো ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যেকোনো শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিসেস নীলুফার জাফরউল্লাহ বলেন, এখন অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবে।

ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকরা ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর মাধ্যমে উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান উজ জামান বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত শরিয়াহ নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ পরিচালিত হবে।

তিনি আরো বলেন, মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মূল লক্ষ্য হচ্ছে, গ্রাহকরা যাতে তাদের চাহিদা মোতাবেক ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং করতে পারেন, তা পূরণ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের সদস্য ডা. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এবং এনকেএ মবিন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন