রংপুরে ৫শত পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

রংপুরে ৫শত পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা
রংপুরে মহামারি করোনাক্রান্তি ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে নগরীর আটটি ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

বিতরণকালে প্রত্যেককে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আটা ২ কেজি, বিস্কুট ১ কেজি, সয়াবিন তেল আধা লিটার, লবন আধা কেজি ও ২৫০ গ্রাম করে সুজি দেয়া হয়। নগরীর ১৫, ২১, ২২, ২৭, ২৮, ২৯, ৩০ও ৩১নং ওয়ার্ড হতে আসা চারশ জন এসব খাদ্য সামগ্রী পেয়েছেন।

এসময় সেনাবাহিনীর পে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ শাফাত জামিল, সৈকত, ওয়ারেন্ট অফিসার জালাল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ। এছাড়াও রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোঃ সামসুল হক, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিবলু ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তার হোসন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে নগরীর বাবুপাড়া এলাকার শতাধিক বাড়িতে ইফতার ও খাদ্য সমাগ্রী পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তারিকুল আলম। খাদ্য বিতরনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রম চালায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা