নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৬

নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৬
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত ও আটজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

রাজধানীর বাস্তোস জেলার লিভস নাইট ক্লাবের প্রধান কক্ষে আগুন লাগে। বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসিক এলাকা এটি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এমন জায়গায় ছড়িয়ে পড়ে যেখানে রান্নার গ্যাস মজুত করা হচ্ছিল।

সরকারের এক মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, এসব জায়গায় প্রায়ই আতশবাজি থেকে বিস্ফোরণের কারণে আগুন লাগার ঘটনা ঘটে। বড় ধরনের বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় ক্লাবটিতে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজির কারণেই নাইটক্লাবটিতে আগুন লেগেছে।

দেশটিতে এমন সময় এ ঘটনা ঘটলো যখন চলমান আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবল টুর্নামেন্টের জন্য হাজার হাজার ফুটবল অনুরাগী রাজধানী ইয়াউন্ডেতে অবস্থান করছেন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পল বিয়া খেলোয়াড় ও তাদের অনুরাগীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

চলতি বছর ৯ জানুয়ারি শুরু হওয়া ওই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। করোনা মহামারির কারণে বিশ্বের ২৪টি দেশের এ আয়োজন স্থগিত করা হয়েছিল ২০২১ সালে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া