শেয়ারবাজারে ৩৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজারে ৩৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
গত বছরের শেষের দিকে পতনে কার্যদিবস পর করছিলো দেশের শেয়ারবাজার। তবে নতুন বছরের প্রথম সপ্তাহে খরা কাটিয়ে আলোর মুখ দেখাচ্ছে শেয়ারবাজার। সূচকের উত্থানের সঙ্গে এ সপ্তাহে লেনদেনেও সুদিন ফেরার আভাস মিলেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ৩৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬’শ কোটির ঘর অতিক্রম করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ৬ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়লো ২৫৬ পয়েন্ট। ফলে নতুন বছরের শুরুতেই শেয়ারবাজারে আস্থা ফিরে পেতে শুরু করেছে বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। এদিন সিএসইতে ৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত