পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১ জানুয়ারি) কালিয়াকৈর হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মেইন লাইন ব্লক হয়ে যায়। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করছে।

স্টেশন মাস্টার আরও বলেন, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশী) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন গিয়ে কাজ শুরু করলে চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতা ট্রেনটির ইঞ্জিন নিয়ে উদ্ধারেরও বিকল্প প্রক্রিয়া চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা