চারদিন পর শেয়ারবাজারকে উত্থানে ফেরালো তিন কোম্পানি

চারদিন পর শেয়ারবাজারকে উত্থানে ফেরালো তিন কোম্পানি
টানা চার কার্যদিবস পতনের পর অবশেষে উত্থান দেখলো দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সব সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে। চার কর্মদিবস পর পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর ভূমিকায় ছিল তিন কোম্পানি।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১ টার দিকে এক ঘণ্টার মধ্যেই প্রধান সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। এরপর সূচকটি আবার কমতে থাকে। তবে শেষ পর্যন্ত উত্থানেই শেষ হয়েছে লেনদেন।

গত চারদিনের টানা পতনে ১২৮ পয়েন্ট হারানো ডিএসইর প্রধান সূচক আগের কর্মদিবসের (রোববার) তুলনায় ৩৯ পয়েন্ট বেড়েছে। ফলে ‘ডিএসই এক্স’ বর্তমানে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে সোমবার ডিএসইর অপর দুই সূচকেরও উত্থান হয়েছে। বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ সূচকটি আজ ১৬ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট।



সব সূচকের উত্থানের দিনে চাঙাভাব ফেরেনি লেনদেনে। আগের কার্যদিবসের তুলনায় আজ প্রায় দেড়শ’ কোটি টাকার লেনদেন কমেছে ডিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৬১ কোটি টাকা।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৪২টির। বাকি ৪০টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

উত্থানের ভূমিকায় যেসব কোম্পানি
চারদিন পর সূচককে উত্থানে ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল তিন কোম্পানির।
স্কয়ার ফার্মার কারণে আজ সূচক বেড়েছে ৭ দশমিক ৮৭ পয়েন্ট। বেক্সিমকোর কারণে বেড়েছে আরও ৭ দশমিক ১৫ পয়েন্ট। আর রবির কারণে বেড়েছে ৫ দশমিক ০৩ পয়েন্ট। এই তিন কোম্পানির কারণে আজ সূচকে যোগ হয়েছে ২০ দশমিক ০৫ পয়েন্ট।

ম্যারিকো বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার গ্রিড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের কারণে সূচক পেয়েছে আরও ১৪ দশমিক ২৮ পয়েন্ট।

এই দশ কোম্পানি মিলে সূচকে যোগ করেছে ৩৪ দশমিক ৩৩ পয়েন্ট।

বড় উত্থানে বাধা ছিল যেসব কোম্পানি
সূচক বৃদ্ধির দিনে বড় উত্থানে বাধা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন হাই-টেক এবং লাফার্জ হোলসিম। এই তিন কোম্পানি যৌথভাবে সূচক কমিয়েছে ১১ দশমিক ৮৮ পয়েন্ট।

এছাড়াও গ্রামীনফোন, বেক্সিমকো ফার্মা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ব্যাংকের কারণে আরও ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে সূচক।

এই দশ কোম্পানি মিলে সূচক কমিয়েছে ২০ দশমিক ৪২ পয়েন্ট।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
বেশির ভাগ কোম্পানির দরবৃদ্ধির দিনে তিন কোম্পানির শেয়ারদর একদিনে যতটুকু বৃদ্ধি পাওয়া সম্ভব ততটুকু বেড়েছে। এর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ১০ শতাংশ বেড়েছে।

[caption id="attachment_93521" align="alignnone" width="1696"] সোমবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানি[/caption]

বাংলাদেশ শিপির করপোরেশনের শেয়ারদর সোমবার ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর এটলাস বাংলাদেশের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

এছাড়াও শেফার্ডের ৭ দশমিক ৩৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫ দশমিক ৮৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের (বিবিএস) ৫ দশমিক ৮৯ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৭৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪ দশমিক ৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪ দশমিক ৩৬ শতাংশ এবং এএফসি অ্যাগ্রোর শেয়ারদর ৪ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

দরপতনে এগিয়ে যারা
সূচকের উত্থানের দিনে ডিএসইতে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর সর্বোচ্চ কমেছে। আজ কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ০৫ শতাংশ কমায় ডিএসইর লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে।

এছাড়াও এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (প্রাণ), প্রভাতী ইন্স্যুরেন্স, মেঘনা পেট, জেমিনি সি ফুড, অ্যাপেক্স ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, আমান কটন এবং ঢাকা ডাইং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের দর পতন তালিকার শীর্ষ দশে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ পাঁচ
সোমবার ডিএসইতে টাকার অংকে বেক্সিমকোর শেয়ার সবচেয়ে বেশি লেনদেনে হয়েছে। আজ কোম্পানিটির ৬৮ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[caption id="attachment_93522" align="alignnone" width="1696"] সোমবার ডিএসইতে লেনদেনে শীর্ষ পাঁচ কোম্পানি[/caption]

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার।

এছাড়াও এশিয়ান ইন্স্যুরেন্সের ২৮ কোটি ১৫ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৪ কোটি ৫৫ লাখ এবং বেক্সিমকো ফার্মা ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় বাজারেও উত্থান

প্রধান শেয়ারবাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও উত্থান হয়েছে। সিএসইর সার্বিক সূচক সোমবার ১৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ১৯ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১০টির। বাকি ৩১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত