১৪৫০ কোটি টাকা ঋণ দেবে এআইআইবি

১৪৫০ কোটি টাকা ঋণ দেবে এআইআইবি
রাজধানী ঢাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ১৭ কোটি ডলার দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৪৫০ কোটি টাকা।

আজ সোমবার এআইআইবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।

এআইআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই টাকা খরচ হবে। ওই প্রকল্পে বিশ্বব্যাংকও সহায়তা করছে। এই প্রকল্পের মাধ্যমে পাইলট ভিত্তিতে রাজধানীর পাগলা এলাকায় একটি সমন্বিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

এ ছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের পানিবাহিত রোগ থেকে রক্ষায় নানামুখী কর্মসূচি নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা ওয়াসার সুপেয় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ডি জে পানডিয়ান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, এআইআইবি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে উন্নত জীবনমান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের এই প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ