দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়
দিনাজপুরসহ উত্তরাঞ্চলজুড়েই এখন তীব্র শীত। আর এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ছিলো ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে।

এছাড়াও তাপমাত্রা সৈয়দপুর ১১.৫, রাজারহাট ১০.৪, রংপুর ১৩.০ ডিমলা ১০.৫ রাজশাহী ১২.৪, বদলগাছি ১১.৫ ,যশোর ১২.৮, শ্রীমঙ্গল ১০.১, চুয়াডাঙ্গায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়